মাতৃত্ব আসন্ন! সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা দেবিনা বন্দ্যোপাধ্যায়

Thursday, March 24 2022, 3:05 pm
highlightKey Highlights

বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করছেন দেবিনা, কিন্তু শারীরিক জটিলতা, বিভিন্ন চিকিৎসার কারণে সন্তান ধারণ করতে পারছিলেন না। দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর পান তাঁরা


আর মাত্র মাস তিনেক বাকি তার পরেই মুম্বইয়ের টেলি পাড়ার তারকা দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধারির কোলে আসবে একরত্তি। গত ফেব্রুয়ারি মাসে সুখবর দেন তারা। বর্তমানে বঙ্গতনয়া দেবিনার শরীরে আরও স্পষ্ট হয়ে উঠেছে মাতৃত্বের চিহ্ন। তা ছাড়া নানা রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে পারছেন তিনি।

অন্তঃসত্ত্বা হওয়ার শারীরিক অনুভূতিগুলি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে লিখলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়

সন্তানের জন্মের সময় যত এগোচ্ছে, ততই শরীরে নানা রকম বদল আসছে। পা ফুলে গিয়েছে। কোষ্ঠকাঠিন্যের জন্য বারবার বাথরুমে ছুটতে হচ্ছে তাঁকে। সর্দি-কাশি তো লেগেই রয়েছে। শরীরে নানা ধরনের কষ্ট। কিন্তু দেবিনা লিখলেন, ‘এগুলিই আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটা বাস্তব। সত্যিই আমি মা হতে চলেছি। কত কত বার ‘না’-এর পর এ বার ‘হ্যাঁ’ হয়েছে।’

Trending Updates
অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়

একইসঙ্গে সন্তানের স্বাস্থ্য নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন দেবিনা। মনের মধ্যে নানা প্রশ্ন ভিড় করেছে— সন্তানের হৃদ্‌স্পন্দন ঠিক চলছে কিনা, আকার আয়তনে সে বাড়ছে কিনা ইত্যাদি। সমস্ত পরীক্ষার ফলাফল ঠিক আসছে তো? প্রত্যেক দিন পেরোলেই নতুন নতুন চিন্তায় ভারাক্রান্ত লাগছে তাঁর। কিন্তু দেবিনার কথায়, ‘মা হওয়ার আনন্দ এই কষ্ট এবং আতঙ্কগুলিকেও যেন ছাপিয়ে গিয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File