দেশ

Sheetal Devi | পা দিয়ে তির ছুড়ে 'এশিয়া সেরা যুব ক্রীড়াবিদ' শীতল দেবী! একমাত্র ভারতীয় হিসেবে এই শিরোপা জয় বছর ১৬র কাশ্মীরের এই মেয়ের!

Sheetal Devi | পা দিয়ে তির ছুড়ে 'এশিয়া সেরা যুব ক্রীড়াবিদ' শীতল দেবী! একমাত্র ভারতীয় হিসেবে এই শিরোপা জয় বছর ১৬র কাশ্মীরের এই মেয়ের!
Key Highlights

দুহাত নেই, পা দিয়েই স্বপ্নভেদ করেন শীতল দেবী। এভাবেই 'এশিয়া সেরা যুব ক্রীড়াবিদ' এর শিরোপা পেলেন শীতল দেবী। দেখে নিন কাশ্মীরের এই মেয়ের অর্জিত পুরস্কার ও পদক।

দু'হাত নেই, পা দিয়েই লক্ষ্যভেদ করে দেশের জন্য বিশ্ব দরবারে একাধিক পদক জিতেছেন এই ১৬ বছরের জম্মু ও কাশ্মীরের মেয়ে শীতল দেবী (Sheetal Devi)। জিতেছেন দুটি সোনা ও একটি রুপো। এবার বিশ্বর‍্যাঙ্কিংয়ে এক নম্বরেও উঠে এসেছেন ভারতের সোনার মেয়ে। এশিয়ার সেরা যুব ক্রীড়াবিদের শিরোপা (Asia's Best Youth Athletes title) পেলেন ভারতের শীতল দেবী। একমাত্র ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন বছর ১৬ এর এই প্যারাঅ্যাথলিট।

 গত বছরেই প্যারা এশিয়ান গেমসে (Para Asian Games) জোড়া সোনা জিতেছেন এই তিরন্দাজ। বিশ্বর‍্যাঙ্কিংয়ে এক নম্বরেও উঠে এসেছেন ভারতের সোনার মেয়ে। কম্পাউন্ডের ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই শীতলের ঝুলিতে আসে সোনার পদক। কম্পাউন্ড ডাবলস বিভাগে অল্পের জন্য দ্বিতীয় স্থান পেয়েছেন তিনি। সম্প্রতি প্যারালিম্পিক ২০২৪ (Paralympics 2024) এর প্রস্তুতি নিচ্ছেন জম্মু-কাশ্মীরের মেয়ে। তার মধ্যেই নয়া পুরস্কার পেলেন এই প্যারাঅ্যাথলিট। দেখে নিন এর আগে কী কী পদক ও পুরস্কার পেয়েছেন শীতল দেবী (Sheetal Devi Achievement)।

হ্যাংজু ২০২৩ এশিয়ান প্যারা গেমসে পদক :

অক্টোবরে হ্যাংজু প্যারা এশিয়ান গেমস ২০২৩ (Para Asian Games 2023) শীতল দেবী অসাধারণ পারফরম্যান্স করে মাত্র ১৬ বছর বয়সে প্যারা তিরন্দাজ ব্যক্তিগত এবং দলগত উভয় ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন। প্যারা এশিয়ান গেমস ২০২৩ (Para Asian Games 2023) এর পাশাপাশি কম্পাউন্ড ডাবল বিভাগেও শীতল দেবী একটি রৌপ্য পদক জয় করেন।

ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক :

২০২৩ সালটি শীতল দেবীর জন্য একটি যুগান্তকারী বছর। এই বছর জুলাই মাসে পিলসেন ২০২৩ ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেছিলেন শীতল দেবী (Sheetal Devi)।

ব্যাংকক ২০২৩ এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ হাতছানি :

১৬ বছর বয়সী শীতল ব্যাংকক ২০২৩ এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে (Bangkok 2023 Asian Para Archery Championship) একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্যুটঅফে, তিনি নূর সাহিদাহ আলিমের কাছে পরাজয় স্বীকার করেন। একটুর জন্য হাতছানি হয় এই পদক।  

এশিয়ান অর্ডার প্রাপক :

এশিয়ান প্যারালিম্পিক খেলায় ব্যতিক্রমী অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে এশিয়ান অর্ডার উপস্থাপন করা হয়েছিল। প্রাপকদের মধ্যে রয়েছে এনপিসি বাহরাইনের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ দুয়েজ আল খলিফা; জাপান থেকে জনাব মানাবু আসো; এনপিসি উজবেকিস্তানের সভাপতি জনাব মুখতোরখোন তাশখোদজায়েভ এবং HAPGOC-এর নির্বাহী মহাসচিব জনাব চেন উইকিয়াং।

উপরোক্ত পদক ও পুরস্কার-সহ এবার এশিয়ার সেরা যুব ক্রীড়াবিদের শিরোপা (Asia's Best Youth Athletes title) পেলেন ভারতের শীতল দেবী। দুবছর অন্তর এশিয়ান অ্যাওয়ার্ডের আয়োজন করে এশিয়ান প্যারালিম্পিক কমিটি (Asian Paralympics Committee)। এই নিয়ে চতুর্থবার আয়োজিত হল এশিয়ান অ্যাওয়ার্ডস। একমাত্র ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন শীতল দেবী (Sheetal Devi)। তবে একটা সময়ে ক্রীড়াবিদ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন শীতল। ১৪ বছর বয়স থেকে তিরন্দাজি শুরু করেন জম্মু কাশ্মীরের কিশোরী। মাত্র দুবছরের মধ্যেই একাধিক দেশে ভারতের প্রতিনিধিত্ব করে ফেলেন। ছুঁয়ে ফেলেন একাধিক স্বপ্ন। তবে এখন তাঁর পাখির চোখ প্যারালিম্পিক ২০২৪ (Paralympics 2024)। পা দিয়ে তির ছুড়ে অলিম্পিক থেকে দেশকে পদক এনে দেবেন, এই স্বপ্নেই বিভোর ১৬ বছরের তরুণী। তাঁর দিকে আশা নিয়ে তাকিয়ে গোটা ভারতও।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Sunil Chhetri Retirement | আবেগঘন ভিডিয়োবার্তা দিয়ে অবসরের ঘোষণা! ফিরে দেখা ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর ২১ বছরের বর্ণময় ফুটবল জীবন!
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla