জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি, কলকাতায় পূর্ব ভারতের বৃহত্তম ছাত্র সমাবেশের আয়োজন এসএফআইয়ের ।
সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)- এর দেশজুড়ে নতুন কর্মসূচী, কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বাতিল করা। শুধু তাই নয়, বিকল্প শিক্ষানীতি কী হওয়া উচিত তা নিয়ে জনসাধারণের অভিমত তুলে আনবে তারা। বিজেপির হাত থেকে দেশ-শিক্ষা-সংবিধান বাঁচাতে বিকল্প শিক্ষানীতির লক্ষ্যে আগামী ২রা সেপ্টেম্বর কলকাতায় ছাত্র সমাবেশেরও ডাক দিয়েছে সিপিএমের এই ছাত্র সংগঠন (SFI)।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) বুধবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করেছেন। সেখানেই সৃজন এই কর্মসূচীর কথা জানান। সৃজন বলেন, দেশ-শিক্ষা-সংবিধান বাঁচাতে ও নতুন শিক্ষানীতি ও বিজেপিকে বাতিল করতে হবে এই স্লোগানকে সামনে রেখে পূর্ব ভারতজুড়ে ছাত্র জাঠা-মিছিল হবে।
১৯শে আগস্ট ত্রিপুরা, মনিপুর, অসম হয়ে একটি জাঠা কোচবিহারে আসবে এবং ২০শে আগস্ট বিহার, ঝাড়খন্ড, ওড়িশা হয়ে আরেকটি জাঠা পূর্ব মেদিনীপুরে আসবে। ২রা জুলাই কলকাতায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ হওয়ার দৃঢ় পরিকল্পনা রয়েছে। সমাবেশে পূর্ব ভারতের সব জায়গা থেকে ছাত্র নেতা ও কর্মীরা আসবে। ১লা জুলাই থেকে ১০ই আগস্ট রাজ্যজুড়ে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লিফলেট বিলি চলবে।
- Related topics -
- দেশ
- শিক্ষা
- শিক্ষা ব্যবস্থা
- লাইফস্টাইল