Saraswati Puja 2024 | পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজো করুন! জানুন পুজোর নিয়ম, পদ্ধতি ও মন্ত্র! সরস্বতী মূর্তি আনার আগে কোনদিকে অবশ্যই খেয়াল রাখবেন?

Tuesday, February 13 2024, 2:02 pm
highlightKey Highlights

১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ২০২৪। ঘরে ঘরে বাগদেবীর আরাধনার কারণে এই সময়ে টানাপোড়েন পরে পুরোহিত নিয়ে। ফলে বাড়িতে পুরোহিত ছাড়াই পুজো করুন। জানুন সরস্বতী পুজোর নিয়ম ও পদ্ধতি।


আগামীকাল, ১৪ই ফেব্রুয়ারি, বুধবার সরস্বতী পুজো ২০২৪ (Saraswati Puja 2024)। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। বিশ্বাস করা হয়, বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবী (Saraswati Devi) আবির্ভূতা হন। ফলে এই দিনেই বাগদেবীর আরাধনা করা হয়। সরস্বতী পুজো ছাত্র-ছাত্রীদের কাছে বিশেষ ভাবে পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান। ফলে ইতিমধ্যেই সরস্বতী পুজো (Saraswati Puja) উপলক্ষ্যে ঘরে ঘরে, শিক্ষাকেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে চারি পাশে এতো পুজোর কারণে পুরোহিতের টানাপোড়েন লেগে যায়। এই সময়ে পুজোর জন্য পুরোহিত পাওয়া মুশকিল হয়ে যায়। তবে পুরোহিত ছাড়াও আপনি নিজেই করতে পারবেন সরস্বতী পুজো।

বিশ্বাস করা হয়, বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবী আবির্ভূতা হন
বিশ্বাস করা হয়, বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবী আবির্ভূতা হন

সরস্বতী পুজো ২০২৪ (Saraswati Puja 2024) সালে পড়েছে ১৪ ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। তবে পঞ্জিকা অনুযায়ী, ১৩ তারিখ থেকেই পড়ে যাচ্ছে বসন্ত পঞ্চমীর তিথি। এই তিথির শুক্লপক্ষে দেবীর আরাধনা করা হয়। তবে সরস্বতী পুজোর মূল আকর্ষণ হল অঞ্জলির সময়ক্ষণ। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি ১৩ ই ফেব্রুয়ারি দুপুরে ২ টো ৪১ মিনিট থেকে শুরু হবে এবং থাকবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৪ই ফেব্রুয়ারি দুপুর ১২.১০ মিনিটে শেষ হয়ে যাবে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি। অন্যদিকে, সরস্বতী পুজো (Saraswati Puja) এর শুভ সময় ১৩ ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথি শুরু হলেও পুজো হবে উদয় তিথিতে। ফলে ১৪ ই ফেব্রুয়ারি পুজো করতে হবে। বলা হচ্ছে, সরস্বতী পুজোর অঞ্জলির শুভ সময় শুরু হচ্ছে, ১৪ ই ফেব্রুয়ারি সকাল ৭ টা ১ মিনিট থেকে, সেদিন দুপুর ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত। এই ৫ টি ঘণ্টা দেবী সরস্বতীর আরাধনার সবচেয়ে শুভ সময়। ২০২৪ সালে সরস্বতী পুজোর শুভ যোগ পড়েছে রবি যোগ ও রেবতী নক্ষত্র। এছাড়াও মহালক্ষ্মী যোগ, ধনযোগ রয়েছে সেদিন। বুধবার সরস্বতী পুজোর দিন থাকবে রেবতী নক্ষত্র। রবিযোগ শুরু হবে সকাল ১০, ৪৩ মিনিট থেকে আর শেষ হবে পরের দিন সকাল ৭ টায়। 

 ১৩ তারিখ থেকেই পড়ে যাচ্ছে বসন্ত পঞ্চমীর তিথি
 ১৩ তারিখ থেকেই পড়ে যাচ্ছে বসন্ত পঞ্চমীর তিথি

সরস্বতী পুজোর জন্য কী কী লাগবে?

সরস্বতী ঠাকুর (Saraswati Thakur) এর পুজো করতে যেসব সামগ্রী লাগবেই লাগবে তা হলো- দেবী সরস্বতীর একটি মূর্তি বা ছবি, এক টুকরো পরিষ্কার সাদা রঙের কাপড়, পদ্ম, লিলি ও জুঁই ফুল-সহ অন্যান্য ফুল। হলুদ রঙের ফুল থাকা জরুরি। এছাড়াও লাগবে আম পাতা ও বেল পাতা, হলুদ ও সিঁদুর, চাল, নারকেল ও কলা-সহ পাঁচ রকমের ফল, পান পাতা, সুপারি ও একটি কলস, ধূপকাঠি, দোয়াত ও কালি।

সরস্বতী পুজোর নিয়ম ও পদ্ধতি :

যে ব্যক্তি সরস্বতী পুজো করবেন, তাঁকে সকালে উঠে সবার আগে স্নান সেরে নিতে হবে। অনেকের বাড়িতে স্নানের আগে গায়ে নিম ও হলুদ বাটা মাখার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর আগে নিম-হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। এরপর পুজোর স্থান পরিষ্কার করে সেখানে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে নিন। পিঁড়িতে সরস্বতী ঠাকুর (Saraswati Thakur) একে মূর্তি বা ছবি স্থাপন করে সামনে ঘট বসান। সেই ঘটে জল ভরে ঘটের ওপর আম্রপত্র রাখুন, এর ওপর একটি পান পাতা রাখুন। হলুদ, কুমকুম, চাল, ফুল ও মালা দিয়ে পুজোর স্থান সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর এক পাশ রাখুন বই এবং দোয়াত ও কলম। সঙ্গীত বা নৃত্যকলার সঙ্গে সংযুক্ত থাকলে বাদ্যযন্ত্রও পুজোর স্থানে রাখতে পারেন। এরপর বাগদেবীর পাশে গণেশের মূর্তি স্থাপন করুন। এরপর সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন। প্রদীপ জ্বালিয়ে দেবীকে ভোগ নিবেদন করুন। সরস্বতী ঠাকুরকে বেলপাতা ও আমপাতা নিবেদন করুন। এরপর সরস্বতীর সামনে বসে ধ্যান করুন ও তাঁকে স্মরণ করুন। এরপর দেবীকে প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন।

বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর আগে নিম-হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়
বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর আগে নিম-হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়

সরস্বতী পুজোর মন্ত্র :

সরস্বতী পুজোর জন্য বেশ কিছু মন্ত্র রয়েছে, যা পুজোতে লাগে। দেখে নিন কোন কোন সরস্বতী পুজোর মন্ত্র (Saraswati Puja Mantra) দরকার পুজোর জন্য -

স্তব: শ্বেতপদ্মাসনাদেবী শ্বেতপুষ্পোজশোভিতা। শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা। বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরচ্চৈর্তা দেবদানবৈঃ। পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ সদা। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম।যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।

 পুষ্পাঞ্জলি: ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।

 প্রার্থনা: ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা। সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা। যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা। বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ। লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।

প্রণাম : ওম জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।

বস্তু ও শাস্ত্র মতে মনে করা হয়, বিশেষ কিছু দিকে সরস্বতী মূর্তি রাখলে বাগদেবী দুহাত তুলে আশির্বাদ করেন
বস্তু ও শাস্ত্র মতে মনে করা হয়, বিশেষ কিছু দিকে সরস্বতী মূর্তি রাখলে বাগদেবী দুহাত তুলে আশির্বাদ করেন

সনাতন ধর্মে, বসন্ত পঞ্চমীর উৎসব পূর্ণ বিশ্বাসের সঙ্গে পালিত হয়। বসন্ত পঞ্চমীতে, সরস্বতী দেবী (Saraswati Devi) যিনি জ্ঞানের দেবী, তাঁর আনুষ্ঠানিকভাবে পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস করা হয় যে মা সরস্বতীর আরাধনা করলে সাধকের ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞান, প্রজ্ঞা, ধন, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। তবে বস্তু ও শাস্ত্র মতে মনে করা হয়, বিশেষ কিছু দিকে সরস্বতী মূর্তি রাখলে বাগদেবী দুহাত তুলে আশির্বাদ করেন। পুরাণ ও বাস্তুমতে মা সরস্বতীর মূর্তি বাড়ির পূর্ব বা উত্তর দিকে থাকলে শিক্ষামূলক কাজে সাফল্য পাওয়া যায়। যদি বাড়ির পূর্ব বা উত্তর দিকে মা সরস্বতীর মূর্তি রাখার উপযুক্ত জায়গা না থাকে, তাহলে বাড়ির উত্তর-পূর্ব কোণ পরিষ্কার করে সেখানে মা সরস্বতীর মূর্তি স্থাপন করে পুজো করা যেতে পারে। তবে দেবীর মূর্তি বাড়ি আনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, মা সরস্বতীর মূর্তি যেন পদ্ম ফুলের উপর বসার ভঙ্গিতে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর মূর্তি কখনই দাঁড়ানো ভঙ্গিতে স্থাপন করা উচিত নয়। এটাকে অশুভ মনে করা হয়। এছাড়াও মনে রাখবেন একই বাড়িতে দুটি মূর্তি রাখা উচিত নয়।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File