বিক্ষুব্ধ বিশ্বভারতীর পড়ুয়ারা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসন্ত উৎসব পালন করায় উঠল স্লোগানও

Saturday, March 19 2022, 1:50 pm
highlightKey Highlights

বসন্ত উৎসবের আয়োজন করেছিল বিশ্বভারতীর বিক্ষুব্ধ পড়ুয়াদের দল, উঠল ‘উপাচার্য হঠাও’ স্লোগানও।


পর পর দু’বছর কোভিড আবহে বসন্ত উৎসব বন্ধ হওয়ার পর এই বছরেও বসন্ত উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ হিসাবে হস্টেল খোলা-সহ একাধিক দাবিতে ছাত্র আন্দোলনের বিষয়টির কথা বলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন না করলেও বিক্ষুব্ধ পড়ুয়াদের তরফে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। 

দোলের দিন সকালে বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে মিছিল করে উপাচার্যের বাসভবন পর্যন্ত আসেন পড়ুয়ারা

বিশ্বভারতীর রীতি মেনে পালিত হয় শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। আগের আড়ম্বর দেখা না গেলেও নিজেদের মধ্যেই দোল উৎসবে মাতলেন পড়ুয়ারা। পাশাপাশি স্লোগানও উঠল উপাচার্যের বিরুদ্ধে। বিশ্বভারতীর ইতিহাসে প্রথম বার বসন্ত উৎসবে ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের শেষে আবির মেখেই ‘উপাচার্য হঠাও’ স্লোগান উঠল।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File