সেলিব্রিটি

সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিবাহ বিচ্ছেদের পথে, বন্ধুমহল থেকে উঠে এসেছে এমনই খবর

সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিবাহ বিচ্ছেদের পথে, বন্ধুমহল থেকে উঠে এসেছে এমনই খবর
Key Highlights

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সংসারে এবার ভাঙন ধরছে।

সম্প্রতি দুই তারকা জুটি সানিয়া মির্জা ও শোয়েব মালিক এর ডিভোর্স নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল এবার তাদেরই এক ঘনিষ্ঠ বন্ধু এই খবরে সিলমোহর দিয়েছেন বলে জানা গিয়েছে।

বিচ্ছেদের পথে খেলোয়াড় দম্পতি শোয়েব–সানিয়া, ডিভোর্সের কারণ এখনও পর্যন্ত অজানা

বেশ কিছুদিন ধরেই সানিয়া-শোয়েবের দাম্পত্য জীবনে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছিল। তবে এবার সানিয়া ও শোয়েবের কাছের এক বন্ধু জানিয়েছেন যে এই দুই তারকা ইতিমধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং শুধুমাত্র কাগজে-কলমে বিচ্ছেদ হওয়া বাকি।

শোয়েব ও সানিয়ার বিচ্ছেদ কেন হচ্ছে তার পিছনের কারণ অজানা। যদিও শোনা গিয়েছিল যে শোয়েবের সঙ্গে এক পাক অভিনেত্রীর প্রেমের সম্পর্ক প্রকাশ হতেই সানিয়া ও তাঁর মধ্যে দুরত্ব বাড়ে। ১২ বছর দাম্পত্য জীবনের পর শোয়েব ও সানিয়া বিচ্ছেদের পথে হাঁটলেন।

সানিয়া-শোয়েবের ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে এই দম্পতি খুব শীঘ্রই ডিভোর্সের দিকে এগোবে ইতিমধ্যেই তাঁরা আলাদা থাকতে শুরু করে দিয়েছেন। ডিভোর্সের এই খবর নিশ্চিত করেছে শোয়েব মালিকের ম্যানেজমেন্ট বিভাগের এক সদস্যও। সেই সদস্যের কথা অনুযায়ী, '‌হ্যাঁ, তাঁদের সরকারিভাবে বিচ্ছেদ হবে। আমি এর চেয়ে বেশি কিছু জানাতে পারব না তবে তাঁরা যে আলাদা হচ্ছেন এই খবর নিশ্চিত।'‌ বর্তমানে সানিয়া মির্জা দুবাইতে রয়েছেন এবং শোয়েব মালিক পাকিস্তানে। টি২০ ওয়ার্ল্ড কাপে ক্রীড়া বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন তিনি।

এরই মাঝে সানিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু পোস্টের মাধ্যমে এটা ইঙ্গিত দেন যে তাঁর ও শোয়েবের মধ্যে কিছু ঠিক নেই। সম্প্রতি সানিয়া তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '‌ভাঙা হৃদয়েরা কোথায় যায়?‌ ইশ্বরের খোঁজে যায়।'‌ শুধু তাই নয়, সানিয়া আরও একটি রহস্যময় পোস্ট করেন কিছুদিন আগে, যেখানে তিনি তাঁর ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। ক্যাপশনে তিনি লেখেন, '‌এই মুহূর্তগুলো আমায় কঠিনতম দিনের মধ্যে দিয়ে নিয়ে যায়।'‌ এই সবকিছুই ইঙ্গিত দেয় যে সানিয়া-শোয়েবের সুখের সংসার এবার ভাঙতে চলেছে।

এই দম্পতির এখন চার বছরের একটি সন্তান রয়েছে এবং সানিয়া ও শোয়েবকে শেষবারের মতো তাঁদের ছেলের জন্মদিনেই দেখা গিয়েছিল। শোয়েব জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সানিয়া করেননি। যদিও শোয়েবের শেয়ার করা ছবিতে তিনি যে ক্যাপশন দেন তা একটু অবাক করেছিল সকলকে। শোয়েব লেখেন, '‌যখন তুমি জন্মেছিলে, আমরা তখন আরও নম্র হয়ে গিয়েছিলাম এবং জীবন আমাদের কাছে আরও বিশেষ হয়ে উঠেছিল। আমরা হয়ত একসঙ্গে নেই এবং রোজ আমাদের দেখাও হয় না, কিন্তু বাবা সবসময় তোমার কথা ও তোমার হাসিকে প্রত্যেক মুহূর্তে ভাবে।'



Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
কলকাতায় নেমেই ইডেন গার্ডেন্সে হাজির রাহুল দ্রাবিড়