ফের নাটক! তৃতীয়বারের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা করল রাশিয়া।

Monday, March 7 2022, 6:44 am
highlightKey Highlights

মানব করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার।


সোমবার ১২ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে রবিবার জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে গিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা চালাতে তারা যে গ্র্যান্ড লঞ্চার ব্যবহার করছে, তার নিশানা তেমন পোক্ত নয়। ফলে যে কোনও মুহূর্তে ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে। এক বার যদি সেখানে বিস্ফোরণ ঘটে, তবে তার প্রভাব ইউরোপের দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোনে
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোনে

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোনের অনুরোধে মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করল রাশিয়া। ইউক্রেন-রাশিয়া সংঘাতে এই নিয়ে তৃতীয়বার যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। যদিও ইউক্রেন বলছে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভ-সহ বহু শহরে, ফলস্বরূপ প্রাণ গিয়েছে সাধারণ মানুষের।

ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট 
ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট 

ভারতীয় তারিখ ও সময় অনুযায়ী, ৭ই মার্চ, ২০২২ (সোমবার) দুপুর ১২টা বেজে ৩০ মিনিট থেকে থেকে খারকিভ, মারিপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দিন দু’য়েক আগে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হচ্ছে, তার জেরেই এই সিদ্ধান্ত।

যদিও একে আমল দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি। ইউক্রেনের অভিযোগ, এর আগে দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File