Sourav Ganguly | নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে যোগ দিলেন তিনি
Sunday, August 24 2025, 1:56 pm

দক্ষিণ আফ্রিকার SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেটার, ক্যাপ্টেন, ক্রিকেট প্রশাসনের পর এবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছে সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে 'প্রিটোরিয়া ক্যাপিটালস'এর মালিকানা নিয়েছে জেএসডব্লিউ। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে চলেছেন সৌরভ। প্রোটিয়া লিগের জন্যে দলকে তৈরী করবেন তিনি। প্রিটোরিয়া ক্যাপিটালসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করে লেখা হয়েছে, ‘ক্যাপিটালস শিবিরে রাজকীয় ছোঁয়া আনার জন্য এ বার প্রিন্স তৈরি! সৌরভকে আমাদের হেড কোচ হিসেবে ঘোষণা করছি। সেঞ্চুরির অপেক্ষায় রয়েছি।
- Related topics -
- খেলাধুলা
- দক্ষিণ আফ্রিকা
- ক্রিকেট
- ক্রিকেটার
- সৌরভ গাঙ্গুলি
- নিউ চিফ কোচ