Russia Ukraine War: ইউক্রেনের পাল্টা চাল - মুক্তি চাইলেন জেলেনস্কি!
ইউক্রেনের দাবি, রাশিয়াপন্থী ইউক্রেনীয় বিরোধী নেতা ভিক্টর মেদভেদচুককে গ্রেফতার করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের পূর্বে বার বার দাবি করতেন, সে দেশে রাশিয়াপন্থীরাই সংখ্যাগুরু। জেলেনস্কির নবনাৎসি শাসনে তাঁরা নিপীড়নের শিকার। যুদ্ধ যখন পুরোদমে চলছে, তখন ইউক্রেনের রাশিয়াপন্থী নেতাকে গ্রেফতার করা হয়। সেই ভিক্টর মেদভেদচুককে এ বার রাশিয়ার হাতে তুলে দিয়ে বিনিময়ে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্তি চাইলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
আরও পড়ুন: পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
সম্প্রতি কিভ থেকে জানানো হয়েছে, বিরোধী মঞ্চের নেতা ভিক্টরকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে একটি মামলা শুরু হয়। সেই সময় থেকে তিনি পলাতক ছিলেন। ভিক্টর ইউক্রেনে রাশিয়াপন্থী রাজনীতি করেন। এমনকি পুতিনকে তাঁর মেয়ের ধর্মপিতা বলেও প্রকাশ্যে দাবি করেন। মঙ্গলবার তাঁকে আটক করার পর ভিক্টর জানিয়েছেন, তিনি কোনও ভুল কাজ করেননি। দলের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। হাতকড়া পরা ভিক্টরের একটি ছবি প্রকাশ করেছে কিভ।
আমি রাশিয়ান ফেডারেশনের কাছে একটা প্রস্তাব দিতে চাই। আপনাদের এই লোকটিকে নিয়ে নিন। বিনিময়ে আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের আটকে রেখেছেন, তাঁদের মুক্তি দিন।
কিন্তু অন্যদিকে পুতিনের দাবি, রুশ সেনা কৌশল বদল করে এখন শান্ত ছন্দে অভিযান এগিয়ে নিয়ে যাচ্ছে। তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। তার পাল্টা জবাব দিয়েছেন জেলেনস্কিও। এর মধ্যেই যুদ্ধের মাসাধিক কাল অতিক্রান্ত। এখনও যুদ্ধ বন্ড হয়নি, ফলে লাগাতার মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ইউক্রেন
- লাইফস্টাইল