আন্তর্জাতিক

Russia Ukraine War: ইউক্রেনের পাল্টা চাল - মুক্তি চাইলেন জেলেনস্কি!

Russia Ukraine War: ইউক্রেনের পাল্টা চাল -  মুক্তি চাইলেন জেলেনস্কি!
Key Highlights

ইউক্রেনের দাবি, রাশিয়াপন্থী ইউক্রেনীয় বিরোধী নেতা ভিক্টর মেদভেদচুককে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের পূর্বে বার বার দাবি করতেন, সে দেশে রাশিয়াপন্থীরাই সংখ্যাগুরু। জেলেনস্কির নবনাৎসি শাসনে তাঁরা নিপীড়নের শিকার। যুদ্ধ যখন পুরোদমে চলছে, তখন ইউক্রেনের রাশিয়াপন্থী নেতাকে গ্রেফতার করা হয়। সেই ভিক্টর মেদভেদচুককে এ বার রাশিয়ার হাতে তুলে দিয়ে বিনিময়ে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্তি চাইলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

সম্প্রতি কিভ থেকে জানানো হয়েছে, বিরোধী মঞ্চের নেতা ভিক্টরকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে একটি মামলা শুরু হয়। সেই সময় থেকে তিনি পলাতক ছিলেন। ভিক্টর ইউক্রেনে রাশিয়াপন্থী রাজনীতি করেন। এমনকি পুতিনকে তাঁর মেয়ের ধর্মপিতা বলেও প্রকাশ্যে দাবি করেন। মঙ্গলবার তাঁকে আটক করার পর ভিক্টর জানিয়েছেন, তিনি কোনও ভুল কাজ করেননি। দলের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। হাতকড়া পরা ভিক্টরের একটি ছবি প্রকাশ করেছে কিভ।

আমি রাশিয়ান ফেডারেশনের কাছে একটা প্রস্তাব দিতে চাই। আপনাদের এই লোকটিকে নিয়ে নিন। বিনিময়ে আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের আটকে রেখেছেন, তাঁদের মুক্তি দিন।

Volodymyr Zelenskyy

কিন্তু অন্যদিকে পুতিনের দাবি, রুশ সেনা কৌশল বদল করে এখন শান্ত ছন্দে অভিযান এগিয়ে নিয়ে যাচ্ছে। তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। তার পাল্টা জবাব দিয়েছেন জেলেনস্কিও। এর মধ্যেই যুদ্ধের মাসাধিক কাল অতিক্রান্ত। এখনও যুদ্ধ বন্ড হয়নি, ফলে লাগাতার মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের।


Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!
Weather Update | মেঘলা আকাশ, ভ্যাপসা গরমে জেরবার কলকাতাবাসী, বৃষ্টির স্বস্তি মিলবে কি?
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
Kasba Law College | কলকাতার ল-কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী ও দুই পড়ুয়া!
Ahmedabad Plane Crash Live Update | ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন!
Breaking News | দুগ্ধজাত পণ্যে ছাড় দেবে না কেন্দ্র, কৃষিক্ষেত্রে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অচলাবস্থা!