ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা করলো বাইডেন, যুদ্ধ বন্ধের কী কোনও আশাই নেই?

Thursday, June 16 2022, 1:20 pm
highlightKey Highlights

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বের একটা অংশ খুবই আশাবাদী যে, যুদ্ধ এবার থামবে। যদিও রাশিয়াকে প্রথম থেকেই যুদ্ধ নিয়ে খুব এককাট্টা দেখিয়েছে। তাদের দিক থেকে তাই যুদ্ধ বন্ধের কোনও লক্ষণই নেই।


সদ্য ইউক্রেনে আরও অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দেওয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর এই কথা ঘোষণা করেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, "ইউক্রেনে আরও ১০০ কোটি ডলারের সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এই সব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতিমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।"

প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে ইউক্রেনকে আরও ২২ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য খাদ্য, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি নিত্যপণ্য পাঠানো হবে বলে জানান তিনি।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File