আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ও কন্যার রাশিয়ায় প্রবেশে জারি নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ও কন্যার রাশিয়ায় প্রবেশে জারি নিষেধাজ্ঞা
Key Highlights

রাশিয়ায় 'পাল্টা' চাল। সুযোগ-সময় বুঝে বাইডেনের পরিবারকে রাশিয়ার প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে।

রাশিয়া মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার প্রতিক্রিয়া হিসাবে মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের স্ত্রী ও কন্যাকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বিডেনের স্ত্রী জিল এবং কন্যা অ্যাশলে সহ দেশের স্টপ লিস্টে ২৫টি নাম যুক্ত করা হচ্ছে।

এটি (ইউএস US) রুসোফোবিক কোর্স গঠনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত চারজন সিনেটরের প্রবেশ নিষিদ্ধ করেছে: রিপাবলিকান মিচ ম্যাককনেল, সুসান কলিন্স, বেন সাসে এবং ডেমোক্র্যাট কার্স্টিন গিলিব্র্যান্ড।

তালিকায় ফ্রান্সিস ফুকুইয়ামা সহ বিশিষ্ট শিক্ষাবিদদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁর বই দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান যে উদার গণতন্ত্রের বিস্তারকে সমাজের চূড়ান্ত উন্নয়ন চিহ্নিত করতে পারে তার জন্য উল্লিখিত।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকেই রাশিয়ার উপরে কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে আমেরিকা। লাগাতার নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। গত এপ্রিলেই পুতিনের প্রাক্তন স্ত্রী, দুই কন্যা ছাড়াও সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পরিবারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। সেই সঙ্গে ন্যাটো সামরিক জোটের দেশগুলিও রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই পালটা চাপ তৈরির খেলায় নেমেছে মস্কো।


MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?