দেশ

Indian Economy: বাজার খুলতেই টাকার দামের সর্বকালীন পতন

Indian Economy: বাজার খুলতেই টাকার দামের সর্বকালীন পতন
Key Highlights

ট্রেন্ডিং সেশন চলাকালীন ভারতীয় টাকার দাম নিম্নমুখী হতে হতে ৭৭.৯৩ টাকায় পৌঁছেছে। বর্তমান ভারতীয় অর্থণৈতিক পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তিত বিশেষজ্ঞরা।

আরও একবার হ্রাস পেল ভারতীয় টাকার মূল্য। ১৩ই জুন ৩৬ পয়সা নামল টাকার দাম। বাজার খোলার পর টাকার দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল টাকার মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ। দেশের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। 

বারবার টাকার দামের পতন ঘটার পিছনে রয়েছে একাধিক কারণ। এক ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্বল অভ্যন্তরীণ বাজার (Weak Domestic Market), অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে-ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে  পারে।

মার্চের শুরুতেই ৭৭ টাকায় পৌঁছেছিল ডলারের দাম। গত ২৭শে মে যা ৭৭ টাকা ৭৩ পয়সায় পৌঁছায়। এবার আরও পড়ল টাকার দাম। মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি নতুন করে রেপো রেট বাড়িয়েছে আরবিআই (Reserve Bank of India)। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই পক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফল প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। এর ফলে বিনিয়োগকারীদের হাতে অর্থের জোগান কমছে। এই সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ২১ পয়সা। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।


Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Kolkata Metro | কবি সুভাষের পর এবার শহীদ ক্ষুদিরাম! পুজোর মুখে টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি ট্রেন
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
স্কুলে আসছে না পড়ুয়া! স্কুল বাঁচাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতে বলল আদালত