FIFA World Cup 2022: পর্তুগাল বিশ্বকাপ জিতলে অবসর রোনাল্ডোর!

Friday, November 18 2022, 12:24 pm
highlightKey Highlights

পর্তুগাল যদি বিশ্বকাপ জিতে নেয় তবে ফুটবলকে বিদায় বলে দেবেন রোনালদো, ‘হ্যাঁ! অবশ্যই, পর্তুগাল জিতলে অবসর নেব। শতভাগ নিশ্চিত।


আর্জেন্টাইন মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপের বল গড়ানোর দিনকয়েক আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দিলেন। জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। রোনাল্ডোর বয়স এখন ৩৭। পরের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪১। সেই বয়সে বিশ্বকাপ ফুটবল খেলা সম্ভব নয়। প্রসঙ্গত, লিওনেল মেসি (Lionel Messi) বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, কাতারই (Qatar World Cup 2022) তাঁর শেষ বিশ্বকাপ।

আমি আরও দু-তিন বছর খেলতে চাই। ম্যাক্সিমাম দু-তিন বছর। চল্লিশ বছর বয়সে আমি শেষ করতে চাই কেরিয়ার। আমার মনে হয় অবসর নেওয়ার ক্ষেত্রে চল্লিশ বছর বয়স ঠিক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Trending Updates

অন্যদিকে রোনাল্ডোকে নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। তাঁর একটি মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। রোনাল্ডো সাক্ষাৎকারে বলেছেন, চল্লিশ বছর বয়সের আশপাশে তিনি ফুটবলকে বিদায় জানাবেন। 

অবসর সংক্রান্ত রোনাল্ডোর মন্তব্যেরই অপব্যাখ্যা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, পর্তুগাল বিশ্বকাপ জিতলে তিনি অবসর নেবেন। যা রোনাল্ডো বলেননি। মর্গ্যানের প্রশ্ন ছিল, ”ধরো ফাইনালে মুখোমুখি পর্তুগাল-আর্জেন্টিনা…তুমি দুটো গোল করলে, মেসি দুটো। ৯৪ মিনিটে তুমি হ্যাটট্রিক করে পর্তুগালকে জিতিয়ে দিলে। এটাই তো তোমার স্বপ্ন?” উত্তরে রোনাল্ডো বলেন,”ইটস টু গুড। আমি এত ভাল একটা স্বপ্ন প্রত্যাশাই করিনি। অন্য কেউ গোলও করতে পারে। সেটা নিয়ে আমি ভাবছিই না। পর্তুগাল যদি বিশ্বকাপ ফাইনালে ওঠে আর গোলকিপারও যদি গোল করে তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। বিশ্বের সবচেয়ে খুশি ব্যক্তিই হব আমি।” এর পরে তিনি মর্গ্যানকে বলেন, ”যদি তা হয়, কাম অন…যদি তাই হয় তাহলে আমি ফুটবল থেকে বিদায় নেব। অবসর নিয়ে নেব। একশো শতাংশ।” রোনাল্ডোর এহেন মন্তব্য নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File