খেলাধুলা

IPL 2023 | ব্যাঙ্গালোরের প্লে-অফে ওঠার পথে কাঁটা হয়ে কি দাঁড়াবে হায়দরাবাদ? আজ আরসিবির মুখোমুখি সানরাইজার্স!

IPL 2023 | ব্যাঙ্গালোরের প্লে-অফে ওঠার পথে কাঁটা হয়ে কি দাঁড়াবে হায়দরাবাদ? আজ আরসিবির মুখোমুখি সানরাইজার্স!
Key Highlights

প্লে-অফের খেলা থেকে বাদ হলেও বিরাটের দলকে আটকাতে পারবে সানরাইজার্স। শনিবার সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ সুপারজায়েন্টসরা।

আজ অর্থাৎ ১৮ই মে বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এদিনের ম্যাচ জিততে পারলে চলতি আইপিএল (IPL 2023) -এর প্লে অফের খেলায় অনেকটা এগিয়ে যেতে পারবে কোহলির (Virat Kohli) দল।

 পরপর দুটি ম্যাচ হেরে প্লে- অফের (Playoff) খেলায় অনেকটা পিছিয়ে পড়েছিল ব্যাঙ্গালোর। তবে দলের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১২ রানে হারিয়ে ফের প্লে-অফের খেলায় নতুনভাবে ফিরে আসে বিরাট কোহলির দল। বেড়েছে দলের রান রেটও।

অন্যদিকে, প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তবে পুরোপুরিভাবে বিদায় নেওয়ার আগে আরসিবির প্লে অফের স্বপ্নে ধাক্কা দিয়ে যেতে যান এইডেন মার্করামরা। পাশাপাশি আজ ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারিয়ে সম্মান রক্ষারও ব্যাপার আছে। এই ম্যাচে পরীক্ষা–নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) যেমন পঞ্জাবের প্লে অফের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এখন দেখার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লির মতো বেঙ্গালুরুর সামনে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন কি না।‌

উল্লেখ্য, চলতি আইপিএল মরসুমে দুই দলের প্রথম সাক্ষাৎ এটি। হায়দরাবাদের হয়ে ছন্দে রয়েছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। তবে আরসিবিকে হারালেও হায়দরাবাদের লাভের লাভ হবেনা কিছুই। উল্টে প্লে-অফের স্বপ্নে বিরাট ধাক্কা খাবেন কোহলি-ডু প্লেসিরা। ব্যাঙ্গালোর হারলে পয়েন্ট টেবলে রাজস্থান রয়্যালসেরও নিচে চলে যাবে। ফলে এদিনের ম্যাচে হায়দরাবাদ বিরাটদের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, এবার আইপিএলে (IPL) যোগ ফুটবলের। আগামী শনিবারের ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ সুপারজায়েন্ট (Lucknow Supergiant)। সেদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে খেলবে সুপারজায়েন্ট। কারণ গতকাল অর্থাৎ ১৭ই মে মোহনবাগানের (Mohun Bagan) তরফ থেকে জানানো হয়, এবার 'এটিকে মোহনবাগান' (ATK Mohun Bagan) নয় 'মোহনবাগান সুপারজায়েন্ট' (Mohun Bagan Supergiant) নাম খেলতে নামবে দল। এদিকে আইপিএল ও আইএসএল (ISL) দুইয়ের সুপারজায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। যার জন্যই শনিবার কলকাতার বিরুদ্ধে মোহনবাগানের জার্সিতে মাঠে খেলতে নামবে লখনউ সুপারজায়েন্টরা।

উল্লেখ্য, আইপিএল ২০২৩ এর পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants), চতুর্থতে মুম্বই ইন্ডিয়ান্স (MI),  পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও দশম স্থানে রয়েছে সানরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad)।


Kolkata Metro | সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন! নতুন স্টেশন তৈরী হতে সময় লাগবে প্রায় এক বছর!
Operation Mahadev | শিবের বারেই নিকেশ পহেলগাঁও হামলার ৩ জঙ্গি! জানেন এই মিশনের নাম 'অপারেশন মহাদেব' কেন? নায়করাই বা কারা?
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
Operation Mahadev | পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! 'অপারেশন মহাদেবে' কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo