দেশ

RBI | টানা ৭ বারের জন্য অপরিবর্তিত রেপো রেট! জিডিপি বাড়বে ৭ শতাংশ! মুদ্রানীতি কমিটির বৈঠকের পর বড় আপডেট দিল RBI!

RBI | টানা ৭ বারের জন্য অপরিবর্তিত রেপো রেট! জিডিপি বাড়বে ৭ শতাংশ! মুদ্রানীতি কমিটির বৈঠকের পর বড় আপডেট দিল RBI!
Key Highlights

চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অন্যদিকে টানা সাতবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখা হলো।

লোকসভা নির্বাচনের মুখে বাড়লো না রেপো রেট। আবার আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানোও হল না। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, আগামী ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকবে। এই নিয়ে টানা সাতবার রেপো রেট  অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। অন্যদিকে, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার (india gdp growth rate) বেড়ে  পৌঁছবে ৭ শতাংশে।

টানা সাতবার অপরিবর্তিত রেপো রেট!

নয়া অর্থবর্ষেও ধারাবাহিকতা বজায় রাখল আরবিআই। আরবিআই রেপো রেটের খবর (rbi repo rate news) অনুযায়ী, নয়া অর্থবর্ষেও ধারাবাহিকতা বজায় রাখল আরবিআই। ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর আজ রেপো রেট নিয়ে বড় ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রধান। টানা সাতবার অপরিবর্তিত রইলো রেপো রেট। এর ফলে ইএমআই নিয়ে স্বস্তি পেতে পারেন আম জনতা। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল আরবিআই। তবে গত ২০২৩ সালের এপ্রিল মাসে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। পরে জুন ও অগস্ট মাসেও পরিবর্তন করা হয়নি রেপো রেট। উৎসবের মরশুমে অক্টোবরেও অপরিবর্তিত ছিল রেপো রেট। আর বছর শেষে ডিসেম্বরেও তা পরিবর্তন করা হয়নি। আর এবছরের শুরুতেও ধারাবাহিক ভাবে অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট। এই আবহে আজও আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, মনেটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআই রেপো রেটের খবর (rbi repo rate news) অনুযায়ী, এই নিয়ে সাতবার রেপো রেট অপরিবর্তিত থাকলো।

উল্লেখ্য, মনেটারি পলিসি কমিটিতে আরবিআই-এর তিনজন আছেন। এবং সরকারের তরফে আরও তিনজনকে মনোনীত করা হয়ে থাকে এই কমিটিতে। এই ৬ সদস্যের মধ্যে নাকি পাঁচজন সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। শুধুমাত্র একজন সদস্য রেপো রেট বদলের দাবি করেছিলেন। তবে ৫-১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, এবারেও রেপো রেট বৃদ্ধি না পাওয়ার ফলে গৃহঋণ গ্রাহকদের পকেটে নতুন করে চাপ পড়বে না বলে আশা করা হচ্ছে। এই আবহে অপরিবর্তিত থাকতে পারে ইএমআই এবং ঋণের ওপর সুদের হার। তবে রেপো রেট বৃদ্ধি না হওয়ায় বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আমানতের হারও হয়ত অপরিবর্তিত থাকবে।

চলতি আর্থিক বছরে দেশের জিডিপি পৌঁছবে ৭ শতাংশে!

চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার পৌঁছবে ৭ শতাংশে। এদিন প্রতি ত্রৈমাসিক ধরে ধরে দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য গ্রাফ প্রকাশ করেন আরবিআই -র গভর্নর। তাঁর কথায়, প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি থাকবে ভারতের জিডিপি বৃদ্ধির হার (india gdp growth rate)। ভারতের জিডিপি ২০২৪(india gdp 2024)এ ৭.১ শতাংশ ধার্য করা হয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে যা ৬.৯ শতাংশ নেমে আসতে পারে। আর্থিক ভারতের জিডিপি বৃদ্ধি (india gdp growth) এর হার ৭ শতাংশ থাকবে তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে। যা ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি সপ্তাহে ভারতের জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার আরও কিছুটা বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। সেখানে ২০২৪-২৫ আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৫ শতাংশ ধার্য করে এই আন্তর্জাতিক সংস্থা। যা মুদ্রানীতি কমিটির বৈঠকে আরবিআই একই রাখবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি।

উল্লেখ্য, প্রথমে ভারতের জিডিপি বৃদ্ধি (india gdp growth) এর হার ১.২ শতাংশ কম রেখেছিল বিশ্ব ব্যাঙ্ক। পরে তা বাড়িয়ে ৭.৫ শতাংশ করে দেন তাঁরা। শুধু তাই নয়, ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত হারে বাড়ছে বলে জানিয়েছে এই সংস্থা।ভারতের জিডিপি ২০২৪(india gdp 2024)-র পাশাপাশি শুক্রবার মুদ্রাস্ফীতির সম্ভাব্য হার প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে ২০২৪-২৫ আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ থাকবে বলে দাবি করা হয়েছে। প্রথম ত্রৈমাসিকে সিপিআই ইনফ্লেশান রেট ৪.৯ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.৮ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৬  শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে তা ৪.৫ শতাংশ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download