BSF Jawan Missing | জঙ্গি দমন অভিযানে গিয়ে শ্রীনগর থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান! ঘনাচ্ছে রহস্য!

Friday, August 1 2025, 7:56 am
highlightKey Highlights

উপত্যকায় জঙ্গি দমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ হয়ে যান বছর ২৪ এর সুগম চৌধুরী নামে ওই জওয়ান।


জঙ্গি দমন অভিযানে গিয়ে নিখোঁজ এক বিএসএফ জওয়ান! ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, উপত্যকায় জঙ্গি দমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ হয়ে যান বছর ২৪ এর সুগম চৌধুরী নামে ওই জওয়ান। বিএসএফের ৬০ তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে ওই জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এবং শ্রীনগর রেল স্টেশনে চিরুনি তল্লাশির পরও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। ওই জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ঘনাচ্ছে রহস্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File