সেলিব্রিটি

দীর্ঘ অপেক্ষার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর-আলিয়া,

দীর্ঘ অপেক্ষার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর-আলিয়া,
Key Highlights

আনুষ্ঠানিকভাবেই স্বামী–স্ত্রী হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের সব রীতি সম্পন্ন হয়।

 ১৪ই এপ্রিল রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে এই বিগ ফ্যাট বিয়ের আসর বসে। রণবীর–আলিয়ার বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। বিয়ে বা তার আগের অনুষ্ঠানের কোনও ছবি যাতে না ফাঁস হয় তার জন্য অতিথি সহ বিয়ের কাজে মোতায়েন কর্মীদের মোবাইল ফোনের ক্যামেরা স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়। 

বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিং এর অতিথি তালিকায় কারা ছিল জেনে নেওয়া যাক

জল্পনার অবসান, চারজন পুরোহিতের তত্ত্বাবধানে সম্পন্ন হয় রণবীর -আলিয়ার বিয়ে। সাত পাক হওয়ার আগে গায়েত্রী মন্ত্র জপ করা হয়। শোনা যাচ্ছে, জুটির গাঁটছড়া বেঁধেছেন করণ জোহার।

রণবীর–আলিয়ার বিয়েতে এদিন সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করে দেন। এসেছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, মহেশ ভাট, পুজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় সহ আরও বিশিষ্ট অতিথিরা।

বিয়ের পর স্বামী–স্ত্রী হিসাবে প্রথমবার আজ সন্ধ্যা ৭টায় সংবাদমাধ্যমের সামনে আসবেন রণবীর–আলিয়া। রণবীর ও আলিয়ার বিয়ের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। এই দুই তারকার ভক্তরাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাঁদের বিয়ের ছবির জন্য ।


Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo