Neetu Kapoor: রণলিয়া’র মেহেন্দিতে ঋষির জন্য চোখে জল নীতুর

Thursday, April 14 2022, 7:53 am
highlightKey Highlights

রণবীর-আলিয়ার মেহেন্দিতে চারপাশ যখন আনন্দে মাতোয়ারা, তখনই দেখা গিয়েছে নীতুর চোখে জল। ৪৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল যে ঋষির সঙ্গে সারা জীবনের জন্য বাঁধা পড়েছিলেন নীতু নিজেই!


ঋষি কাপুর এবং নীতু কাপুরের আদরের ছেলের বিয়ের আর কিছু ঘন্টা বাকি। রণবীর-আলিয়ার মেহেন্দিতে গোটা বাড়ি জুড়ে কত হইচই। অথচ মাথায় পাগড়ি বেঁধে যে মানুষটার সেই হুল্লোড়ের মধ্যমণি হয়ে ওঠার কথা ছিল, সেই তিনি-ই নেই। বুধবার পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে যখন গোটা কপূর পরিবার একত্রিত, প্রয়াত ঋষি কপূরের কথা বড্ড মনে পড়ছিল স্ত্রী নীতুর।

রণলিয়ার মেহেন্দি
রণলিয়ার মেহেন্দি

বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের রীতিমাফিক অনুষ্ঠানের পালা। বিয়ের কনে আলিয়া ভট্টের হাত রাঙা হয়ে উঠেছে মেহেন্দির লালচে-কমলা রঙে। রণবীর কাপুরের বান্দ্রার বাড়ি 'বাস্তু'তে সেই উপলক্ষে জমায়েত হয়েছিল গোটা কপূর ও ভট্ট পরিবার।

Trending Updates

কনের মা সোনি রাজদান, বাবা মহেশ ভট্ট, পূজা ভট্ট ও অন্য আত্মীয়দের পাশাপাশি ছিলেন রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর সাহানি, তুতো দিদি করিশ্মা ও করিনা কপূর-সহ বাকিরা।

রণলিয়ার মেহেন্দিতে উপস্থিত করিশ্মা কাপুর 
রণলিয়ার মেহেন্দিতে উপস্থিত করিশ্মা কাপুর 

সূত্রের খবর, বৃহস্পতি বার কপূরদের বাংলো কৃষ্ণ রাজ হাউস থেকে বারাত এসে পৌঁছবে বিয়েবাড়ি 'বাস্তু'তে। সেখানেই এখন রণবীরের সঙ্গে সাত পাকের অপেক্ষায় বসে আলিয়া। পঞ্জাবি রীতি মেনেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দু'জনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File