Weather | আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের বহু জেলায়! বৃষ্টি বাড়বে শনিবার থেকে!
মৌসুমী অক্ষরেখার জেরে শনিবার থেকে গোটা বঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা। এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে।
আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টিপাত। লাগাতার বর্ষণে ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণের অধিকাংশ। তবে উত্তরবঙ্গে সেই সময় তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। তবে এবার আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা বঙ্গ জুড়েই বাড়তে চলেছে বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), পূর্ব বর্ধমান (East Burdwan), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলায়। মূলত মেঘলাই থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতাতেও সারাদিন কালো মেঘেই ঢাকা থাকবে আকাশ। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও রয়েছে খবর। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অন্যদিকে, এতদিন উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও, এবার ভালোই বর্ষণ হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Alipurduar)। অপরদিকে, উত্তরের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং (Darjeeling), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদহে (Malda) বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও সংলগ্ন বিহারে (Bihar) তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত (Cyclone)। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে অমৃতসর (Amritsar), নাজিবাবাদ (Najibabad), দ্বারভাঙ্গা (Darbhanga) থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম (Mizoram) পর্যন্ত। জানা গিয়েছে, এর ফলেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে আর তাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকে মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে শনিবার থেকে ফের বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে গোটা বঙ্গেই।
অগাস্টের শুরু থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা বঙ্গ জুড়ে। যার ফলে অনেকটাই উপকার হয়েছে চাষবাসে। তবে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পর থেকে উত্তরবঙ্গে দফায় দফায় প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টি অনেকটাই কম। জুলাই মাসে সেই ঘাটতির পরিমাণ বেশ কয়েকটি জেলায় ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। জুলাই মাসের শেষ দিকে কয়েক জেলায় ভারী বৃষ্টি ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা কমলেও তাএখনও পূরণ হয়নি। এখনও দক্ষিণবঙ্গে প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ চলতি বছর রাজ্যে এখনও পর্যন্ত সামগ্রিকভাবে ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।