ODI Cricket World Cup 2023 | ভারত-পাক ম্যাচের জন্য চলবে স্পেশ্যাল ট্রেন! ডেঙ্গু থেকে সুস্থ্য হয়েই আমদাবাদে অনুশীলনে শুভমন!

Tuesday, October 31 2023, 10:21 am
highlightKey Highlights

ভারত-পাক ম্যাচের জন্য বেড়েছে হোটেলের খরচ। তবে এই ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালাবে রেল। এদিকে ডেঙ্গু থেকেই সুস্থ্য হয়েই অনুশীলনে নামলেন শুভমন গিল।


শনিবারের অপেক্ষায় গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। কারণ সেদিন দুপুর ২টো থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-পাক ম্যাচ। যার জেরে আমদাবাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব হোটেলের ঘর ভাড়া আকাশ ছোঁয়া। তবে দর্শকদের সুবিধার কথা ভেবেই নেওয়া হলো বিশেষ ব্যবস্থা। হোটেল রুম বুক না করেই দেখা যাবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এর সবথেকে জনপ্রিয় ম্যাচ ভারত বনাম পাক।

 হোটেল রুম বুক না করেই দেখা যাবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩এর সবথেকে জনপ্রিয় ম্যাচ ভারত বনাম পাক
 হোটেল রুম বুক না করেই দেখা যাবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩এর সবথেকে জনপ্রিয় ম্যাচ ভারত বনাম পাক

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) ভারতের মাটিতে আয়োজিত হওয়ায় বেশ উচ্ছসিত সকলেই। ফলে একদিকে বিশ্বকাপ-অন্যদিকে ভারত -পাকিস্তানের ম্যাচ। দুইয়ে মিলিয়ে একেবারে আত্মহারা ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ২০২৩ এর টিকিট (India vs Pakistan World Cup 2023 Tickets) বিক্রি শুরু হতেই অনেকে টিকিট কেটে ফেলেন। এদিকে হু হু করে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ২০২৩ এর টিকিট (India vs Pakistan World Cup 2023 Tickets) বিক্রি হওয়ার সঙ্গে বেড়েছে আমদাবাদে হোটেলের রুম ভাড়াও। ফলে অনেকের পক্ষেই হোটেল রুম বুক করা সম্ভব হয়নি।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় তার জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ
ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় তার জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ

সূত্রের খবর, ২ তারা বা ৩ তারা হোটেলের ভাড়াও হয়ে গিয়েছে পাঁচ তারা হোটেলের সমান। বিলাসবহুল হোটেলের ঘরের ভাড়া এক লাফে ৩ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যার জন্য অনেক সংখ্যক মানুষই হোটেল বুক করতে পারেন নি। তবে যাতে আমদাবাদে রাত না কাটিয়েও অনায়াসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় তার জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারত-পাক ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালাবে রেল। মুম্বই ও আমদাবাদের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। মুম্বই সেন্ট্রাল-আমদাবাদ সুপার ফাস্ট স্পেশ্যাল ট্রেন মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ১৩ ইঅক্টোবর, শুক্রবার রাত সাড়ে ৯টায় ছাড়বে। সেটি আমদাবাদ পৌঁছবে ১৪ ই অক্টোবর, শনিবার ভোর সাড়ে ৫টায়। সেদিনই দুপুর ২টো থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান খেলা। ম্যাচ শেষ হলে আবার সেই ট্রেনেই ফেরার ব্যবস্থা থাকবে। আমদাবাদ থেকে ১৫ই অক্টোবর, রবিবার ভোর ৪টেয় ফিরতি ট্রেন ছাড়বে। সেটি মুম্বই সেন্ট্রাল পৌঁছবে সেদিনই বেলা ১২টা ১০ মিনিটে। এই ট্রেনে যাতায়াত করলে আমদাবাদে হোটেলে থাকার প্রয়োজন পড়বে না দর্শকদের। বৃহস্পতিবার থেকে এই বিশেষ ট্রেনের টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল।

আমেদাবাদে পৌঁছে গিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল
আমেদাবাদে পৌঁছে গিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল

প্রসঙ্গত, দুপুর নাগাদ আমেদাবাদে পৌঁছে গিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (ODI World Cup 2023 Indian Squad)। পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটের মাঠে লড়তে প্রস্তুত ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (ODI World Cup 2023 Indian Squad)। এদিন ক্রিকেটারদের দেখে উচ্ছাসিত হয়ে পড়েন আমজনতা। সকলের সামনে বেশ কনফিডেন্টে ছিলেন ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (ODI World Cup 2023 Indian Squad)। উল্লেখ্য, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এর সফরে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান প্রথম দু-ম্যাচেই জিতেছেন। একই বিন্দুতে টিম ইন্ডিয়াও। চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২০০ রান তাড়া করতে নেমে টপ অর্ডার বিপর্যয় হলেও বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি অনবদ্য জয় এনে দিয়েছে। এরপর গতকাল অর্থাৎ বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্য়বধানে হারিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (ODI World Cup 2023 Indian Squad)।

প্রায় ঘণ্টাখানেক অনুশীলনও করেন শুভমন গিল
প্রায় ঘণ্টাখানেক অনুশীলনও করেন শুভমন গিল

উল্লেখ্য, তারকা ওপেনার শুভমন গিল গতকালই চেন্নাই থেকে আমেদাবাদে পৌঁছেছেন। আইপিএলের সৌজন্যে তাঁর দ্বিতীয় বাড়ি আমেদাবাদ। সূত্রের খবর, বৃহস্পতিবার ভরদুপুরে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক অনুশীলনও করেন তরুণ ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে ছিলেন না গিল। এমনকী, মঙ্গলবার হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে মোটামুটি সুস্থ হয়ে বুধবার আহমেদাবাদে পৌঁছন শুভমন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File