Fifa World Cup 2022: বিশ্বকাপের আগে এই ৩ দেশের দর্শকদের জন্য ভিসা-নিয়মে বড় বদল কাতারের
২১শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার আগেই দর্শকদের জন্য সুখবর নিয়ে এল কাতার সরকার।
বড়সড় সিদ্ধান্ত কাতারের। ফুটবল বিশ্বকাপের আগে ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকদের জন্য ভিসা-নিয়মে বড় বদল করল কাতার। সে দেশে পৌঁছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এ বার অনেক সুবিধা হবে এই তিন দেশের নাগরিকদের। গত ১৪ই এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
কাতারের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ সূত্রে খবর, এ বার থেকে সে দেশে যাওয়ার পরে ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকরা বিনামূল্যে পর্যটন ভিসা পেতে পারবেন। প্রাথমিক ভাবে এক মাসের জন্য ভিসা দেওয়া হবে। পরে সেই ভিসার সময়সীমা বাড়িয়ে ২ মাস অর্থাৎ ৬০ দিন করা যেতে পারে।
কাতারে যাওয়ার ক্ষেত্রে অবশ্য বেশ কিছু স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, কাতারে পা রাখার ৪৮ ঘণ্টা আগের নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হবে। সে দেশের কোভিড বিধিনিষেধও মেনে চলতে হবে সবাইকে।
ভিসা পাওয়ার উপায়:
কাটার থেকে বিনামূল্যে ভিসা পেতে গেলে আগে থেকে সেখানকার কোনও হোটেলে বুকিং থাকতে হবে। সেই বুকিং একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। সেই সঙ্গে কাতারে যাওয়া ব্যক্তির কাছে বৈধ পাসপোর্ট ও দেশে ফেরার টিকিট থাকতে হবে। এই নথি দেখালেই মিলবে বিনামূল্যে ভিসা।
আগামী ২১শে নভেম্বর ২০২২ থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার টিকিটের দাম আইপিএলের কিছু অংশের টিকিটের থেকে কম হওয়ায় ইতিমধ্যেই ভারত থেকে ভাল সাড়া পাচ্ছেন বিশ্বকাপের আয়োজকরা। সারা বিশ্বে টিকিটের চাহিদার নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে।
- Related topics -
- ফুটবল
- ফিফা বিশ্বকাপ
- ফিফা
- ক্রিকেট বিশ্বকাপ
- ভারতবর্ষ