বিনোদন

PVR Passport | সিনেমাহলেও মাসিক সাবস্ক্রিপশন! ৬৯৯ টাকায় পিভিআর-আইনক্সে ১০টি সিনেমা দেখার সুযোগ! পুজোতে বড় পর্দায় বাংলার চারটি ছবি!

PVR Passport | সিনেমাহলেও মাসিক সাবস্ক্রিপশন! ৬৯৯ টাকায় পিভিআর-আইনক্সে ১০টি সিনেমা দেখার সুযোগ! পুজোতে বড় পর্দায় বাংলার চারটি ছবি!
Key Highlights

পুজোর আগেই বড় খবর ঘোষণা করলো পিভিআর আইনক্স লিমিটেড। পিভিআর-আইনক্সে ৬৯৯ তাকে মাসিক সাবস্ক্রিপশনের ব্যবস্থা চাল

সিনেমা প্রেমীদের জন্য সুখবর! মাসিক ৬৯৯ টাকার বিনিময়ে সিনেমাহলে বসে দেখা যাবে দশটি সিনেমা। এবার মাসিক সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু হলো সিনেমাহলের ক্ষেত্রেও। সিনেমা প্রেমীদের জন্য পুজোর আগেই আকর্ষণীয় অফার নিয়ে আসছে পিভিআর (PVR) আইনক্স (Inox)! ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে আইনক্স এবং পিভিআর পাসপোর্ট (PVR Passport)। দেখে নিন এই পাসপোর্ট সম্পর্কে বিশদে।

ভারতে অত্যন্ত জনপ্রিয় আইনক্স এবং পিভিআর মাল্টিপ্লেক্স। বর্তমানে যতই ওটিটি প্ল্যাটফর্মের ব্যবস্থা থাকুক, যতই বাড়িতে বসে সিনেমা দেখা ব্যবস্থা থাকুক না কেন, পছন্দের অভিনেতা বা পছন্দের সিনেমা মুক্তি পেলে সিনেমা হলে গিয়ে তা দেখার মজাই আলাদা। তবে আগের তুলনায় যে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার চল কমেছে তাও অস্বীকার করা যায়না। ফলে দর্শকদের প্রেক্ষাগৃহে আসার জন্য উৎসাহ দিতে এবং অনুপ্রাণিত করতেই আইনক্স এবং পিভিআর পাসপোর্ট (PVR Passport) এর ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ পাসপোর্ট আসলে সিনেমা দেখার মাসিক ছাড়পত্র। এর দ্বারা সিনেমার দর্শকরা মাসিক ফি দিয়ে প্রতি মাসে দশটি পর্যন্ত সিনেমা দেখতে পারবেন। মাসিক সাবস্ক্রিপশন পাসের ব্যবস্থা ইতিমধ্যে ১৬ ই অক্টোবর থেকে পাওয়া শুরু হয়েছে। এই সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে খরচ পড়বে ৬৯৯ টাকা।

আইনক্স ও পিভিআর পাসপোর্ট কীভাবে পাবেন?

ইতিমধ্যেই ১৬ই অক্টোবর থেকে এই পাসপোর্ট বিলানো শুরু হয়েছে। পিভিআর ও আইনক্স পাসপোর্ট' তাদের  অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

আইনক্স ও পিভিআর পাসপোর্ট-র শর্ত-

  • আইনক্স ও পিভিআর পাসপোর্টের ক্ষেত্রে নূন্যতম  তিন মাসের সাবস্ক্রিপশনে নিতে হবে।
  • একজনের ‘পিভিআর আইনক্স পাসপোর্ট’ অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। হলে দেখার আগে সেক্ষেত্রে দেখাতে হবে সরকারি বৈধ পরিচয়পত্র।
  • এই পাসপোর্ট দিয়ে একাধিক টিকিট কাটা সম্ভব নয়। যদি একসঙ্গে একাধিক টিকিট কাটতেই হয় তাহলে একটি টিকিটের দাম পাসপোর্ট কুপন দিয়ে দেওয়া যেতে পারে। বাকি টিকিটের দাম অন্যভাবে দিতে হবে।
  • এই পাসপোর্ট সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্তই ব্যবহার করা যাবে।
  • ম্যাক্স (MAX), গোল্ড (GOLD), লাক্স (LUXE), ডিরেক্টর’স কাটের (Director's Cut) ক্ষেত্রে পাসটি চলবে না।

আচমকা এই পাসপোর্ট চালু করার কারণ জানাতে গিয়ে পিভিআর-আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত (PVR-Inox Limited Co-CEO Gautam Dutta) বলেন, ‘জওয়ান’, ‘টাইগার ৩’, ‘লিও’র মতো বড় সিনেমাগুলো দেখতে প্রচুর মানুষ প্রেক্ষাগৃহে আসেন। কিন্তু কম বাজেটের সিনেমা দেখার তেমন ভিড় হয় না। অনেকে টিকিটের দামের জেরেই আসতে চান না। সেই কারণেই ৬৯৯ টাকার ‘পিভিআর আইনক্স পাসপোর্ট’ মাসিক সাবস্ক্রিপশনের ব্যবস্থা করা হয়েছে। এই সাবস্ক্রিপশনের ফলে কম বাজেটের সিনেমাগুলোকেও একটু প্রমোট করা যাবে। উল্লেখ্য, সম্প্রতি পিভিআর  তাঁদের খাদ্য আর পানীয়ের দামও কমিয়েছে ৪০ শতাংশ। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা অবধি ৯৯ টাকায় থাকছে ফুড কম্বো।

প্রসঙ্গত, মহালয়ার পর থেকেই পুজোর আমেজে বঙ্গবাসি। বিকেল নামতেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়ছেন অসংখ্য শহরবাসী। কেবল প্যান্ডেল হপিং নয়, পুজো মানেই ঠাকুর দেখা, প্রচুর আড্ডা, পেটপুরে খাওয়া দাওয়া এবং একগুচ্ছ বাংলা সিনেমা দেখা। প্রত্যেক বছর এই সময়ে অর্থাৎ পুজোর মরশুমে একঝাঁক বাংলা ছবি হাজির হয় প্রেক্ষাগৃহে। এবারও বড় পর্দায় চার চারটি ছবি মুক্তি পাচ্ছে বাংলায়। প্রত্যেকটি ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দেখে নিন আর কটা দিন বাদে কোন সিনেমা মুক্তি পাচ্ছে।

'দশম অবতার' । Dawshom Awbotaar :

সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জন্য অপেক্ষা করে থাকেন প্রায় সকল বাঙালি সিনেমা প্রেমী। এর আগে ২২ সে শ্রাবণ এবং দ্বিতীয় পুরুষ-এই দুই সিনেমা এখনও বেশ জনপ্রীয়। এবার সেই ছবিরই 'প্রিক্যুয়েল' হিসেবে মুক্তি পেতে চলেছে 'দশম অবতার'।একসঙ্গে এই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান প্রমুখকে। এই ছবি মুক্তি পাবে ১৯ সে অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন।

'বাঘা যতীন' । Bagha Jatin :

২০২৩ সালের পুজোয় বড়পর্দায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে হাজির হবেন জনপ্রিয় তারকা অভিনেতা দেব। অরুণ রায়ের পরিচালনায় তৈরি হয়েছে 'বাঘা যতীন'। অরুণ রায় ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরির জন্য খ্যাত, এবার সেই সঙ্গে এক্সট্রা পাওনা দেবের মতো তারকা মুখ। এই ছবিটি মুক্তি পাবে ১৯সে অক্টোবর। উল্লেখ, এই সিনেমা মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। ২০ই অক্টোবর নবরাত্রির আবহে দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে 'বাঘা যতীন'।

'জঙ্গলে মিতিন মাসি' । Jongole Mitin Mashi :

পুজোয় পর্দায় ফিরছে মিতিন মাসিও। অরিন্দম শীল ফের নিয়ে আসছেন মিতিন মাসিকে। এবারও মুখ্য চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি'। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির পোস্টার। সেখান ইনটেন্স লুকে নজর কাড়েন কোয়েল।

'রক্তবীজ' । Raktabeej :

পুজোয় ফিরছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ও। জনপ্রিয় পরিচালক জুটির হাত ধরে এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। অভিনয়ে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য প্রমুখকেও। প্রসঙ্গত, এই ছবি বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও অসমীয়া ভাষাতেও মুক্তি পাবে 'রক্তবীজ' । এই সিনেমায় মুক্তি পাবে ১৯ তারিখ।

প্রত্যেক বছরের মতোই এবারও একাধিক বাংলা ছবি আসছে বড় পর্দায়। তবে এবার পুজোয় বাঙালি দর্শক বেশ ধন্দে পড়তে চলেছেন। কোন ছবি দেখবেন? কোন আগে দেখবেন, কোনটি পরে? সেই নিয়ে এখন থেকেই প্ল্যানিং করছেন অনেকে।