সিবিআই হাজিরার নির্দেশ, বীরভূম জেলা-সভাপতি ও ময়ুরেশ্বরের বিধায়ককে দুর্গাপুরে তলব

Monday, June 6 2022, 5:49 pm
highlightKey Highlights

‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। এ বার ডাক এল সহ-সভাপতি এবং বিধায়কেরও।


রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আবারও ডাকা হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তথা বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি আবদুল মান্নানকে। সোমবার দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে যান আবদুল। পাশাপাশি, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হাই কোর্টের নির্দেশে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে নেমে তৃণমূলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বার বার তলব করা হয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে। একাধিক বার হাজিরা এড়িয়ে শেষমেশ হাজিরা দিয়েছেন অনুব্রত। এমনকি, এই মামলায় রবিবারই অনুব্রতের ৪ দেহরক্ষীকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন: Quad Summit 2022: Indo-Pacific মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী

সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনের ফলাফলের দিন তিনি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলাম। তাই আমাকে ডাকা হয়েছে।’’ সিবিআই সূত্রে খবর, সে দিন যাঁরা যাঁরা অনুব্রতকে ফোন করেছিলেন, তাদের নামের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File