Poonam Pandey: প্রতিশ্রুতি অনুযায়ী ‘লক আপ’-এ ক্যামেরার সামনে পোশাক খুললেন পুনম!

Tuesday, April 5 2022, 10:44 am
highlightKey Highlights

যেমনি কথা তেমনি কাজ। পোশাক খুলে ফেলার পরে পুনমের বক্তব্য যে বিভিন্ন বয়সের মানুষ 'লক-আপ' দেখে, এর থেকে বেশি কিছু তিনি করতে পারবেন না।


সলমন খানের ‘বিগ বস’-এর পর ‘বিতর্কিত’ তকমা পেল কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’। অভিনেত্রী নিশা রাওয়াল, বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি, মডেল পুনম পাণ্ডে, অভিনেত্রী পায়েল রোহতগির মতন প্রমুখরা ‘লক আপ’-এ অংশ নিয়েছেন। এই রিয়্যালিটি শো-এর প্রতি পর্বেই চমক থাকে। কখনও বিবাদ, কখনও বা প্রতিযোগীদের জীবনের গোপন তথ্য। কিন্তু এ বার সকলকে ছাপিয়ে গেলেন পুনম পাণ্ডে।

কঙ্গনা রানাউতে
কঙ্গনা রানাউতে

গত সপ্তাহে সব থেকে বেশি ভোট পেয়ে পুনম তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভক্তদের চমকে দেবেন তিনি। নিজের প্রতিশ্রুতি অনুযায়ী, অনুষ্ঠানেই ক্যামেরার সামনে পোশাক খুললেন মডেল।

Trending Updates
পুনম পাণ্ডে
পুনম পাণ্ডে

আশেপাশে কোনও প্রতিযোগী ছিলেন না। এমন সময়ে ক্যামেরার সামনে পোশাক খুলে দাঁড়ালেন পুনম। যদিও সম্পূর্ণ নগ্ন হননি তিনি। গায়ে ছিল অন্তর্বাস। যেই মুহূর্তে অন্যন্য প্রতিযোগীর পায়ের শব্দ পেয়েছেন, অমনি পোশাক পরে নিয়েছেন পুনম।

বেশি করতে পারব না। নিয়ম ভাঙার নিয়ম নেই। বিভিন্ন বয়সের মানুষ এই অনুষ্ঠান দেখেন। তাই এমন কিছু করব না, যাতে মানুষ অসন্তুষ্ট হন। কথা রাখব বলে এটা করলাম। একইসঙ্গে নিয়ম মেনে চলতে চাই। সীমা অতিক্রম করব না। যাঁরা আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখতে চান, ‘লক আপ’ থেকে বেরিয়ে তাঁদের ইচ্ছা পূরণ করব।

পুনম পাণ্ডে



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File