খেলাধুলা

বিশ্বকাপে শেষ আটটি টিকিটের লক্ষ্যে কলিঙ্গে সম্মুখ সমরে রয়েছে চিলি এবং নাইজেরিয়া

বিশ্বকাপে শেষ আটটি টিকিটের লক্ষ্যে কলিঙ্গে সম্মুখ সমরে রয়েছে চিলি এবং নাইজেরিয়া
Key Highlights

সোমবারই গ্রুপ 'বি'-র ভাগ্য ঠিক হয়ে যাবে ভুবনেশ্বরে। দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জার্মানি।

দুই ম্যাচ গোয়ায় খেলার পর শনিবার গভীর রাত্রে চিলি এবং নাইজেরিয়া পৌঁছে গিয়েছে শহরে। আবহাওয়ার সমস্যার জেরে বিমান ছাড়তে দেরি হয় ফলে দুই দলেরই অনেকটা রাত হয় ভুবনেশ্বরে পৌঁছতে। সম্রাট অশোকের শহরে পা দিতে দেড়ি হলেও নিজেদের লক্ষ্যে অবিচল দুই দলই। রবিবার বিকেলেই তারা সেরে ফেলেছেন তাদের অনুশীলন। পুলিশ ব্যাটলিয়ান গ্রাউন্ড ১ এবং গ্র্যাউন্ড ২-এ অনুশীলন সেরে এই দুই দল।

সোমবারই গ্রুপ 'বি'-র ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, কোয়ার্টার ফাইনালে হাজির জার্মানি

জার্মানি দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। কিন্তু দ্বিতীয় দল হিসেবে কে শেষ আটে যাবে সেটা ঠিক হয়ে যাবে সোমবার। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুইটি করে ম্যাচ খেলেছে নাইজেরিয়া এবং চিলি। দুই দলের শেষ দুই ম্যাচ বিশ্লেষণ করলে বলাই যায় ফেভারিট হিসেবে কলিঙ্গতে মাঠে নামবে আফ্রিকার দেশটির প্রমীলা বাহিনী।

গোয়াতে চিলি ৩-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও জার্মানির কাছে শেষ ম্যাচে ৬-০ গোল হার স্বীকার করে ব্যাকফুটে। অপর দিকে, প্রথম ম্যাচে জার্মানির কাছে ১-২ গোলে পরাজিত হওয়া নাইজেরিয়া নিজেদের শেষ ম্যাচে চার গোল দিয়ে ওড়িশাগামী বিমান ধরেছে। দুই দলই ৩ পয়েন্টে দাঁড়িয়ে থাকায় যে দল জিতবে তারাই শেষ আটের টিকিট নিশ্চিত করে ফেলবে।

নাইজেরিয়ার প্রধান শক্তি তাদের আক্রমণ। এই টুর্নামেন্টে শক্তিশালী আক্রমণ বিব্রত করছে প্রতিপক্ষের ডিফেন্সকে। ওকেয়েমি আজাকায়া, ওমোউনমি বেলো এবং আলভিন দাহ-জসু এই তিন ফরওয়ার্ড দুরন্ত ফর্মে রয়েছে। এই নিয়ে মোট ছয় অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে অংশ নিচ্ছে আফ্রিকার এই দেশটি। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তিন বার। বানকোলে ওলোওকেরের বক্তব্য, "আমরা এক একটা ম্যাচ ধরে এগতে চাই। বর্তমানে আমাদের একটাই লক্ষ্য এবং সেটি চিলির বিরুদ্ধে জয় পাওয়া।" প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু না ভাবলেও চিলির প্রতি আলাদা সম্মান রয়েছে ফ্লেমিঙ্গোসের কোচের কাছে। তিনি বলেছেন, "চিলি বিশ্ব ফুটবলে যথেষ্ট শক্তিশালী দেশ। ওদের খেলা দেখেছি। চিলিকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আশা করি সেই পরিকল্পনা মাফিক খেলতে পারলে সমস্যা হবে না জেতার ক্ষেত্রে।"


Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
Bharat Bandh | আগামীকাল দেশজুড়ে ধর্মঘট! কর্মবিরতিতে অংশ ২৫ কোটির বেশি শ্রমিক!
Ahmedabad Plane Crash | জমা পড়লো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট!
Ind Vs Eng | পোশাকের লোগো বিভ্রাট! বিতর্কে অধিনায়ক গিল! কোটি টাকার আইনি বিপাকে পড়তে পারে BCCI
Malda | স্কুল কতৃপক্ষের অত্যাচারে মৃত্যু সন্তানের, ৩ দিন ফ্রিজারে মৃতদেহ, সুবিচার না পাওয়া অবধি দেহ সৎকার নয়- জানালো পরিবার
Bengaluru Stampede | জয়ের সেলিব্রেশনে এত মানুষের মৃত্যু কীভাবে? ফ্র্যাঞ্চাইজির কাছে লিখিত জবাব তলব BCCI-এর
Ahmedabad Plane Crash Live Update | ইঞ্জিনের গাফিলতি প্রকাশ্যে আসতেই চুপ এয়ার ইন্ডিয়া, ‘তদন্ত এখনও চলছে...’, দাবি সংস্থার