Lock up: দেশের রাষ্ট্রপতি কে? বলতেই পারলেন না পুনম ও পায়েল
সাধারণ প্রশ্নের উত্তর না দিতে পেরে লক আপে কটাক্ষের স্বীকার পুনম পাণ্ডে এবং পায়েল রোহতগি।
বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’ নিয়ে আলোচনার শেষ নেই। এই শো-তে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন পুনম পাণ্ডে। এ বার সাধারণ প্রশ্নের উত্তর না দিতে পেরে কটাক্ষের স্বীকার পুনম পাণ্ডে এবং পায়েল রোহতগি। ‘লক আপ’-এ প্রতিযোগীদের প্রশ্ন করা হয় ভারতের রাষ্ট্রপতির নাম কী। চার জন প্রতিযোগী জানেনই না যে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রসঙ্গত, পায়েল রোহতগি এর মধ্যে বেশ রাজনীতি সচেতন, তাঁকে বিভিন্ন সময়ে রাজনীতি নিয়ে নেটমাধ্যমে নানা মন্তব্য করতে দেখা যায়। এ ছাড়াও পায়েল টুইটারে বেশ সক্রিয় হলেও বলতে পারেননি যে টুইটারে সর্বোচ্চ কত শব্দ লেখা যায়, অথচ তিনি টুইটারে বেশ সক্রিয়। এর পরেই নেটমাধ্যমে শুরু হয়েছে ট্রোলের বন্যা।
আরও পড়ুন : ভারতীয় সাইবার ক্রাইম আইন (Indian Cyber Law)
এবিষয়ে এক জন কটাক্ষ করে লিখেছেন, ‘নেটমাধ্যমে পায়েল এত জ্ঞান দেন সবই গুগুল থেকে টোকা।’ অপর এক জন লেখেন, ‘যাঁরা দেশের রাষ্ট্রপতি কে তারই উত্তর দিতে পারেন না, তাঁরা কী ভাবে সুযোগ পান!’
- Related topics -
- বিনোদন
- লাইফস্টাইল
- ভারতীয়