SSC Case | ‘সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের এখনই বয়সে ছাড় নয়’, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ!

Monday, January 19 2026, 10:07 am
SSC Case | ‘সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের এখনই বয়সে ছাড় নয়’, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ!
highlightKey Highlights

SSC মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট।


SSC মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। সোমবার SSC চাকরিহারাদের বয়সের ছাড় সংক্রান্ত মামলা শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। তাতে বিচারপতিরা স্পষ্ট জানান, যোগ্য অথচ ২০১৬ সালের পরীক্ষায় সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদেরও বয়সে ছাড় দিতে হবে, এমন কোনও নির্দেশ নেই। এনিয়ে সব পক্ষের কাছে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File