Iran | দেখা মাত্র মাথায় গুলি! আন্দোলনকারীদের রক্তে ভিজছে রাজপথ, ইরানে জারি হাই অ্যালার্ট

Sunday, January 18 2026, 2:01 pm
Iran | দেখা মাত্র মাথায় গুলি! আন্দোলনকারীদের রক্তে ভিজছে রাজপথ, ইরানে জারি হাই অ্যালার্ট
highlightKey Highlights

খামেনেইয়ের ভয়াবহ দমননীতি জেরে ইরানে গণবিক্ষোভের মৃত্যু হয়েছে অন্তত ১৬ হাজার মানুষের।


খামেনেই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ইরানের জনতা। খামেনেইয়ের নির্দেশে ইরানের নিরাপত্তা বাহিনী নাগরিকদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাস্ত্র প্রয়োগ করছে। দেখা মাত্রই আন্দোলনকারীদের মাথায় রাইফেল এবং মেশিন গান দিয়ে গুলি করছে তারা। বহু মানুষের মাথা, কাঁধ, বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে গুলি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই দাবি করেছেন, দেশে গণবিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার মানুষের। তবে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ ইরানের চিকিৎসকেরা জানিয়েছেন, ইরানে মৃত্যু হয়েছে অন্তত ১৬ হাজার ৫০০ জনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File