ক্রাইম

আনিস-কাণ্ডে এবার পুলিশদের মোবাইল ফোনের ‘কল রেজিস্টার’ যাচাই

আনিস-কাণ্ডে এবার পুলিশদের মোবাইল ফোনের ‘কল রেজিস্টার’ যাচাই
Key Highlights

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছাত্র নেতা আনিস যে বাড়িতে আছেন, পুলিশ সেই খবর কোনও এক রাজনৈতিক কর্মীর কাছ থেকেই পেয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, হাওড়ার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর দিন আমতা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক, রাতের টহলদার ভ্যানের পুলিশকর্মী, হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের মোবাইল ফোনের ‘কল রেজিস্টার’ খতিয়ে দেখা হচ্ছে।

আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য আগেই দাবি করেছিলেন যে, আমতা থানার ওসি-র নির্দেশে গত ১৮ই ফেব্রুয়ারি তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে আমতা থানায় কোনও লিখিত নথি পাওয়া যায়নি বলে তদন্তকারী দল সূত্রের খবর।

ঘটনার রাতে আমতা থানায় কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের মোবাইলে কাদের ফোন এসেছিল এবং কখন এসেছিল, টহলদার ভ্যানের পুলিশকর্মীদের মোবাইলের টাওয়ার লোকেশন কী ছিল— তদন্তে সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাইয়ের সূত্রে প্রীতম ও কাশীনাথের বক্তব্যের সত্যতাও অনেকটা পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশ কর্তারা।

কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকায় বা বিশেষ তদন্তকারী দল (সিট) কর্তারা তদন্তের বিষয়ে কোনও মন্তব্য করছেন না। এক কর্তা শুধু জানান, কয়েক দিনের মধ্যেই হাই কোর্টে সমস্ত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই কারণে প্রতিটি খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একটি সূত্রের দাবি, আমতা ও বাগনান থানায় বেশ কয়েকটি অভিযোগ থাকায় আনিস সাধারণত দিনের বেলায় নিজের বাড়িতে আসতেন না। মাঝেমধ্যে রাতে বাড়িতে এসে ভোরে বেরিয়ে যেতেন। ১৮ ই ফেব্রুয়ারি আনিস যে বাড়িতে আছেন, পুলিশ সেই খবর কোনও এক রাজনৈতিক কর্মীর কাছ থেকেই পেয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, এক পুলিশকর্তার কাছ থেকেই আনিসের বাড়িতে যাওয়ার নির্দেশ পৌঁছয় আমতা থানায়।


Operation Sindoor | কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক সংঘর্ষ! মৃত্যু প্রায় ১৫ ভারতীয়র, আহত অন্তত ৪৩!
Operation Sindoor | 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিলো ভারত, কী বলছে আমেরিকা-চিন-আরব-ইজ়রায়েল?
Operation Sindoor | 'অপারেশন সিঁদুর'- কেন এই নাম? জানিয়েছে ভারতীয় সেনা
Civil Defence Mock Drill | বাজলো যুদ্ধের ডঙ্কা? দেশ জুড়ে আগামী বুধবার সাধারণ নাগরিকদের ট্রেনিং, হবে যুদ্ধের অনুশীলন!
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
Breaking News | উত্তেজনা ছড়ানোর অভিযোগে ৮০০০ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে X !
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo