Kolkata Metro News | দিন কয়েক পরেই গঙ্গার নীচ দিয়ে গড়াবে মেট্রোর চাকা! কলকাতার নতুন ৩ রুটে মেট্রো উদ্বোধনে মোদি!
লোকসভা নির্বাচন ২০২৪ এর আগে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতার হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড অংশ, রুবি থেকে নিউ গড়িয়া, তারতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত মেট্রো পরিষেবা।
সামনেই লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha election 2024)। ভোটের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ২ দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তবে ১লা মার্চের পরেও ফের আরেকবার বঙ্গে আসবেন মোদি। জানা গিয়েছে, ৬ই মার্চ বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে উল্লেখযোগ্য ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) এর হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan Metro) স্টেশন থেকে এসপ্ল্যানেড অংশ। তবে কেবল এই করিডোরই নয়, কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, কলকাতায় এসে পরদিন তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করবেন মোদি।
কবে গড়াবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে মেট্রোর চাকা?
হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড অংশে মেট্রো চাপার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে কলকাতাবাসী। উপরে গঙ্গা আর নীচে দৌড়চ্ছে মেট্রো। শহরবাসীর বহুদিনের প্রতীক্ষা এই মেট্রো রুট। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha election 2024) এর আগেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কলকাতায় এসে পরদিন তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করবেন মোদি।তারাতলা-মাঝেরহাট ও রুবি-গড়িয়া একই দিনে উদ্বোধন হতে চলেছে। যার ফলে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) করিডোরের গঙ্গার নীচের মেট্রো লাইনে নিজে গিয়ে পরিদর্শন করার সম্ভাবনাও রয়েছে প্রধানমন্ত্রীর। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, আগেই মেট্রোর চতুর্থ লাইনে পরিষেবা শুরুর জন্য ছাড়পত্র মিললেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে ধর্মতলা রুটে গঙ্গার নীচের অংশের ক্ষেত্রে সেবার কিছু শর্ত দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। গত ডিসেম্বরে এই অংশের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন জনক কুমার গর্গ। সূত্রের খবর, এবারও পরিদর্শনের পর হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan Metro) স্টেশনের ঢোকা-বেরনোর মুখ চওড়া করা, স্টেশনে চিহ্নিতকরণ সহ কিছু শর্ত দিয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্যে বাণিজ্য়িকভাবে পরিষেবা শুরু করতে হয়। ফলে দ্রুত পরিষেবা চালু হবে বলে কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ ছাড়াও জোকা-তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত অংশের ক্ষেত্রেও কিছু শর্ত দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেগুলি পূরণ হলে ছাড়পত্র মিলবে বলে জানা যায়। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিরও ছাড়পত্র মেলে। পরিকাঠামো পরিদর্শনের পর এই অংশের মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- হাওড়া স্টেশন
- নিউ গড়িয়া
- নরেন্দ্র মোদি