Independence Day 2025 | ভারতের স্বাধীনতার এই অদ্ভুত ইতিহাসগুলি জানেন কি?

Friday, August 15 2025, 5:01 pm
highlightKey Highlights

১৫ আগস্ট মধ্য রাতে, ঘড়ির কাটা ১২ টা পার করতেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারত। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ অগস্ট। ২০২৫ সালের ১৫ই আগস্ট ভারত ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এই দিনেই ১৯৪৭ সালে ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগ করতে হয়েছে ভারতীয় বিপ্লবীদের। অনেক অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে এই একটি দিনের জয়ের পেছনে। চলুন জেনে নিই ভারতের স্বাধীনতা দিবসের সম্পর্কে কয়েকটি আকর্ষণীয় তথ্য।


১৫ আগস্ট মধ্য রাতে, ঘড়ির কাটা ১২ টা পার করতেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারত। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ অগস্ট। ২০২৫ সালের ১৫ই আগস্ট ভারত ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এই দিনেই ১৯৪৭ সালে ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগ করতে হয়েছে ভারতীয় বিপ্লবীদের। অনেক অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে এই একটি দিনের জয়ের পেছনে। চলুন জেনে নিই ভারতের স্বাধীনতা দিবসের সম্পর্কে কয়েকটি আকর্ষণীয় তথ্য।

দেশভাগের সময় ব্রিটিশ পার্লামেন্ট মাউন্টব্যাটেনকে আদেশপত্র দিয়ে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন। আদেশপত্রে বলা ছিল দেশভাগ শেষ হতে ১৯৪৮ সালের ৩০ জুন হয়ে যাবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ। তারা আলাদা দেশের দাবি করতে থাকে। এরপরই লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে আনেন। ফলে একবছর আগেই ভারত স্বাধীনতা পায়। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ অগস্ট।

১ . প্রথম আন্দোলন: ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (British India company)র অত্যাচারের বিরুদ্ধে প্রথম এবং বৃহত্তম প্রতিবাদ শুরু হয়। যা মূলত কোম্পানির সৈন্যদের মধ্যে শুরু হয়েছিল কিন্তু শীঘ্রই ভারতীয় জনগণের একটি বৃহত্তর অংশে ছড়িয়ে পড়ে।

২. তারিখ নির্ধারণ: ভারতের শেষ ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন, ১৫ আগস্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছিলেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী ছিল।

৩. প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ: জওহরলাল নেহেরু ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতের ঠিক আগে সংবিধান সভায় তার বিখ্যাত ভাষণ, "ট্রিস্ট উইথ ডেস্টিনি" দিয়েছিলেন।

৪. প্রথম পতাকা উত্তোলন: জাতীয় পতাকা ১৫ আগস্ট নয়, পরের দিন, অর্থাৎ ১৬ আগস্ট, ১৯৪৭ সালে লালকেল্লার লাহোরি গেটে উত্তোলন করা হয়েছিল।

৫. জাতীয় পতাকা: স্বাধীনতা দিবসের আগে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতের কোন জাতীয় পতাকা ছিল না। ১৯৪৭ সালের ২২ জুলাই সংবিধান সভা ত্রিরঙ্গা পতাকা গ্রহণ করে।

৬. পতাকার নির্মাণ: ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া (Pingali Venkayya)। মূল নকশাটি ১৯২১ সালে মহাত্মা গান্ধীর কাছে উপস্থাপিত হয়েছিল।

৭. মহাত্মা গান্ধী দিল্লির উৎসবে ছিলেন না: ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে, গান্ধীজি দিল্লিতে উৎসবে থাকার পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলায় উপবাস করছিলেন।

৮. জাতীয় সঙ্গীত: স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত হিসেবে ‘জন গণ মন’ গাওয়া হয় যেটি প্রথম গাওয়া হয়েছিল ১৯১১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। জাতীয় সঙ্গীত রচনা করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

৯. স্বাধীনতা দিবসে ডাকটিকিট জারি: ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট তার প্রথম স্মারক ডাকটিকিট জারি করে। ডাকটিকিটটিতে ত্রিরঙ্গা পতাকা ছিল।

১০. সংবিধান ছাড়াই স্বাধীনতা: ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন এর কোনও সম্পূর্ণ সংবিধান ছিল না। ভারতের সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়।

১১. দুই প্রধানমন্ত্রী, যারা পতাকা উত্তোলন মিস করেছেন: ১৯৪৭ সাল থেকে, ভারতের দুই প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী ১৯৭৯ সালে এবং চরণ সিং ১৯৮০ সালে লালকেল্লায় পতাকা উত্তোলন করেননি।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই অত্যাচার, পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে, ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাজগুরু, জহরলাল নেহরু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, প্রমুখ। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে এঁদের অবদান অনস্বীকার্য। এই শুভদিনে তাঁদের প্রণাম জানাই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File