National Unity Day 2022 : ‘মোরবীর জন্য প্রার্থনায় গোটা দেশ’! "বক্তব্য নমোর

Monday, October 31 2022, 7:27 am
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "এক ভারত শ্রেষ্ঠ ভারত" এর দৃষ্টিভঙ্গি প্রতি বছর ৩১ অক্টোবর, সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। রাষ্ট্রীয় একতা দিবস ২০১৪ সাল থেকে দেশ জুড়ে অত্যন্ত উত্সাহের সাথে পালিত হচ্ছে।


প্রতি বছর ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। স্বাধীনতার পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে দিনটি পালিত হয়।

জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস ২০২২:

ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ৩১শে অক্টোবর জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়। এই বছর ভারতের লৌহমানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭ তম জন্মবার্ষিকী পালন করবে।

জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস-এর তাৎপর্য:

রাষ্ট্রীয় একতা দিবস আমাদের দেশের একতা, অখণ্ডতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের জাতির অন্তর্নিহিত শক্তি এবং স্থিতিস্থাপকতাকে পুনরায় নিশ্চিত করার একটি সুযোগ প্রদান করে। সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে, ভারত সরকার গুজরাটের নর্মদা নদীর কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি নির্মাণ করেছে যা ভারতের ঐক্যের শক্তির প্রতীক। উদযাপনের মূল উদ্দেশ্য হল জাতির ঐক্যকে উন্নীত করা এবং ভারতীয় ইতিহাসে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবসের ইতিহাস

রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় ঐক্য দিবস ২০১৪ সালে ভারত সরকার দ্বারা প্রবর্তিত হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে ভারতকে একতাবদ্ধ রাখার জন্য তাঁর অসাধারণ কাজের জন্য শ্রদ্ধা জানাতে। প্রথম রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি ২০১৪ সালে নয়াদিল্লিতে ‘রান ফর ইউনিটি’ নামে একটি প্রোগ্রামের পতাকা তুলেছিলেন।

PM Modi Administers National Unity Day Pledge in Gujarat
PM Modi Administers National Unity Day Pledge in Gujarat

গুজরাতের জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার মন পড়ে আছে সেতু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। এক দিকে আমার মন ভারাক্রান্ত, অন্য দিকে আমি কর্তব্য পালন করে চলেছি। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী শুধু তারিখ মাত্র নয়। এই দিনটি আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে। যখনই দেশে কোনও বিপর্যয় ঘটে, দেশের মানুষ একজোট হয়। 

Narendra Modi (Prime Minister of India)
ভারতের গুজরাটে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু
ভারতের গুজরাটে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু

সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী:

  • তিনি ১৮৭৫ সালের ৩১শে অক্টোবর গুজরাটের নদিয়াদে জন্মগ্রহণ করেন। 
  • তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ছিলেন। 
  • তিনি একটি ভারতীয় ফেডারেশন তৈরির জন্য অনেক ভারতীয় রাজকীয় রাজ্যের একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
  • স্বাধীনতার সময়, তিনি ভারতীয় ইউনিয়নের সাথে সারিবদ্ধ হওয়ার জন্য বেশ কয়েকটি দেশীয় রাজ্যকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য একজন সামাজিক নেতা হিসেবেও কঠোর পরিশ্রম করেছিলেন।
Vallabhbhai Patel (Former Deputy Prime Minister of India)
Vallabhbhai Patel (Former Deputy Prime Minister of India)
  • গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরের পর, প্যাটেল ১৯৩১ সালের (করাচি) অধিবেশনের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
  • বারদোলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' উপাধি দিয়েছিলেন, যার অর্থ একজন প্রধান বা নেতা। 
  • ভারতকে একত্রিতকরণ এবং একটি অখণ্ড (এক ভারত) এবং স্বাধীন জাতি হিসেবে গড়ে তোলার জন্য তাঁর বিশাল অবদানের জন্য তিনি ভারতের প্রকৃত একীকরণকারী হিসাবে স্বীকৃত।
Vallabhbhai Patel (Former Deputy Prime Minister of India)
Vallabhbhai Patel (Former Deputy Prime Minister of India)
  • তিনি ভারতের জনগণকে শ্রেষ্ঠ ভারত (সর্বপ্রধান ভারত) গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করার জন্য অনুরোধ করেছিলেন।
  • আধুনিক সর্বভারতীয় পরিষেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করার কারণে তাকে ভারতের বেসামরিক কর্মচারীদের পৃষ্ঠপোষক সন্ত হিসাবেও স্মরণ করা হয়।
  • গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি (২০১৮) তাঁর সম্মানে নির্মিত হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতে মোরবীতে মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু আচমকা ভেঙে পড়ে। সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার সারা রাত ধরে মাচ্ছু নদীতে উদ্ধারকার্য চলেছে। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী-সহ অন্তত ২০০ জন উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। ঘটনায় মৃতদের পরিবারের জন্য গুজরাত সরকার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করবে সরকার। সেতুটি দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণের পর ৬ দিন আগেই তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কী ভাবে এত বড় বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File