Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
Tuesday, July 22 2025, 12:44 pm

ফের শিরোনামে নিউটাউন। সাহা মাকের্ট এলাকার একটি গেস্ট হাউস থেকে উদ্ধার মহিলার দেহ!
ফের শিরোনামে নিউটাউন। সাহা মাকের্ট এলাকার একটি গেস্ট হাউস থেকে উদ্ধার মহিলার দেহ! জানা গিয়েছে, মৃতের নাম ইতিকা মণ্ডল (২২)। পুলিশ সূত্রে খবর, ইতিকা ও তার স্বামী বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। সোমবার তাঁরা ইকোপার্কে ঘুরতে এসেছিলেন। তারপর তারা নিউটাউনের একটি গেস্ট হাউসে থাকেন। অভিযোগ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করে বিশ্বজিত স্ত্রী ইতিকার সঙ্গে বচসায় জড়ান। এরপর ইতিকাকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর স্বামী। ইতিমধ্যে স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- ক্রাইম
- খুন