বিলাসবহুল গাড়ির বদলে রবিবাসরীয় সকালে মেট্রোতে দেখা গেল দেব-রুক্মিনীকে

Sunday, April 10 2022, 11:57 am
highlightKey Highlights

রবিবার সকালে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো চড়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন রওনা দিলেন দেব ও রুক্মিনী। কিন্তু কেন তাদের দেখা গেল মেট্রোতে তা জানেন কী?


বিলাসবহুল গাড়ি ছেড়ে হঠাৎ মেট্রো সওয়ার করছে দেব ও রুক্মিনী! আসলে এই সবটাই তাদের পরবর্তী ছবি "কিশমিশ" এর প্রচারের ক্ষেত্রে এক অভিনব পন্থা। ককপিটে যেমন প্লেনে প্রমোশন করেছিলেন তেমনই আগামী ছবি কিশমিশের প্রচারে মেট্রো সওয়ার হলেন দেব-রুক্মিনী।

সম্পূর্ণ টিম নিয়ে মেট্রো স্টেশনে নতুন ছবির প্রচার করতে হাজির দেব-রুক্মিনী

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রবিবার সকালে মেট্রো চড়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন রওনা দিলেন দেব ও রুক্মিনী। নায়ক নায়িকার পাশাপাশি এদিন মেট্রোতে হাজির ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত, সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায়। 

Trending Updates
মেট্রো তে শ্যুটিং এর একঝলক
মেট্রো তে শ্যুটিং এর একঝলক

ট্রেনের দুটি কামরা বুক করেই সাংবাদিকদের সঙ্গে এই ছবির টিমের জার্নি নিয়ে কথাবার্তা চলছিল। কেবল সাংবাদিক বা এই ছবির কলাকুশলীরাই নন এদিন পাশের কামরা থেকে তাঁদের পছন্দের তারকাকে এক ঝলক দেখতে মেট্রো স্টেশনে হাজির হয় দেবের ভক্তরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File