ফ্ল্যাটে টাকার খনি! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে চলছে নোটগণনার কাজ

Wednesday, July 27 2022, 4:05 pm
highlightKey Highlights

অর্পিতার ফ্ল্যাটে টাকা গোনার প্রক্রিয়া চলছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ব্যাঙ্ককর্মীরা এসেছেন টাকা গণনার জন্য।


বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসনে ঢুকল চারটি নোট গোনার যন্ত্র। ইডি সূত্রে খবর, পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ন’তলার ফ্ল্যাটে মিলেছে আরও টাকার হদিস। সেই টাকা গোনার জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে এসেছেন ব্যাঙ্ককর্মীরাও। এখন চলছে অর্পিতার ফ্ল্যাটে নোট গণনা।

চারটি বড়ো আকারের টাকা গোনার যন্ত্র বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে নিয়ে এল এসবিআই ব্যাঙ্ক কর্মীরা

গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।

Trending Updates
অর্পিতার ফ্ল্যাটে টাকা গণনার জন্য অভিযান চালায় এফবিআইয়ের কর্মীরা
অর্পিতার ফ্ল্যাটে টাকা গণনার জন্য অভিযান চালায় এফবিআইয়ের কর্মীরা

অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ টাকার বান্ডিল ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সোনা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, টাকা গোনার যে যন্ত্রগুলি আনা হয়েছে তা অত্যাধুনিক। পরিভাষায় ‘কারেন্সি কাউন্টিং মেশিন’। এই যন্ত্র দিয়ে প্রতি পাঁচ সেকেন্ডে ১০০টি নোট পর্যন্ত গোনা সম্ভব। সাধারণত বড় অঙ্কের টাকা গুনতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এর থেকেই মনে করা হচ্ছে, টালিগঞ্জের পর বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে চলেছে ইডি।

বুধবার, বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ন’তলার ফ্ল্যাটের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টা করার পরও তালা ভাঙতে পারেননি তিনি। অতঃপর, ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। তার পর সোজা ঢুকে পড়েন অর্পিতার বন্ধ ফ্ল্যাটে। কিছু ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় ইডির আরও একটি দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File