পঙ্কজ ত্রিপাঠি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে, আগামী বছর মুক্তি পাবে ছবিটি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে, আগামী বছর মুক্তি পাবে ছবিটি
Key Highlights

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে ইতিমধ্যেই একাধিক চরিত্রে দেখা গিয়েছে। এবার সেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায়।

'‌ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ রহনা চাইয়ে অটল'‌ বায়োপিক তৈরি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। দ্য আনটোন্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যন্ড প্যারাডক্স বাই উল্লেখ এনপি বইয়ের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হবে৷ জানা যাচ্ছে ২০২৩ সালের ক্রিসমাসের সময় এই ছবিটি মুক্তি পাবে।

চলতি বছরের ২৮শে জুন এই বায়োপিক তৈরি করার কথা ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি হয় যে অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন। পরিচালক রবি যাদব ও উৎকর্ষ নাইথানির লেখা চিত্রনাট্যে মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে মূল ভূমিকায় দেখা যাবে। তিনি যে বিভিন্ন চরিত্রের ছাঁচে নিজেকে তৈরী করে নিতে পারেন তা এতদিনে প্রমাণিত। এই সিনেমাটি মূলত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনযাত্রার ওপর আবর্তিত হয়েছে। বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশে প্রথম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে পারা পঙ্কজ ত্রিপাঠির কাছে খুবই গর্বের বিষয়। তিনি এ প্রসঙ্গে বলেন, '‌এইরকম একজন মানবিক রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরা আমার জন্য সম্মানের। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আরও অনেক কিছু। তিনি একজন চমৎকার লেখক এবং একজন প্রখ্যাত কবি ছিলেন। তাঁর নামের সঙ্গে জুড়ে থাকাটা আমার মতো একজন অভিনেতার জন্য বিশেষ সুযোগ ছাড়া কিছুই নয়।' পরিচালক রবি যাদব আরও বলেন, '‌পরিচালক হিসাবে আমার কাছে অটলজির জীবনযাত্রার চেয়ে ভালো কোনও গল্প হতে পারে না। উপরন্তু অটলজির জীবনকে পর্দায় ফুটিয়ে তুলবেন প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এবং প্রযোজকদের সহায়তা। আমার আশা আমি অটলের সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।'‌



Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]