পঙ্কজ ত্রিপাঠি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে, আগামী বছর মুক্তি পাবে ছবিটি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় পর্দায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে, আগামী বছর মুক্তি পাবে ছবিটি
Key Highlights

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে ইতিমধ্যেই একাধিক চরিত্রে দেখা গিয়েছে। এবার সেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায়।

'‌ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ রহনা চাইয়ে অটল'‌ বায়োপিক তৈরি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। দ্য আনটোন্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যন্ড প্যারাডক্স বাই উল্লেখ এনপি বইয়ের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হবে৷ জানা যাচ্ছে ২০২৩ সালের ক্রিসমাসের সময় এই ছবিটি মুক্তি পাবে।

চলতি বছরের ২৮শে জুন এই বায়োপিক তৈরি করার কথা ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি হয় যে অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন। পরিচালক রবি যাদব ও উৎকর্ষ নাইথানির লেখা চিত্রনাট্যে মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে মূল ভূমিকায় দেখা যাবে। তিনি যে বিভিন্ন চরিত্রের ছাঁচে নিজেকে তৈরী করে নিতে পারেন তা এতদিনে প্রমাণিত। এই সিনেমাটি মূলত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনযাত্রার ওপর আবর্তিত হয়েছে। বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশে প্রথম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে পারা পঙ্কজ ত্রিপাঠির কাছে খুবই গর্বের বিষয়। তিনি এ প্রসঙ্গে বলেন, '‌এইরকম একজন মানবিক রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরা আমার জন্য সম্মানের। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আরও অনেক কিছু। তিনি একজন চমৎকার লেখক এবং একজন প্রখ্যাত কবি ছিলেন। তাঁর নামের সঙ্গে জুড়ে থাকাটা আমার মতো একজন অভিনেতার জন্য বিশেষ সুযোগ ছাড়া কিছুই নয়।' পরিচালক রবি যাদব আরও বলেন, '‌পরিচালক হিসাবে আমার কাছে অটলজির জীবনযাত্রার চেয়ে ভালো কোনও গল্প হতে পারে না। উপরন্তু অটলজির জীবনকে পর্দায় ফুটিয়ে তুলবেন প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এবং প্রযোজকদের সহায়তা। আমার আশা আমি অটলের সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।'‌



Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
আজকের সেরা খবর | ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই ২০২৫-এ কবে মাধ্যমিক শুরু তা জানিয়ে দিলো পর্ষদ!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla