Operation Sindoor Live Update | 'অপারেশন সিঁদুর'-র জবাব দেওয়ার জন্য পাক সেনাকে অনুমতি!

২২সে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ নিরীহ প্রাণকে হত্যা করে পাক মদতপুষ্ঠ জঙ্গি। এই ঘটনার ১৫ দিন পর ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। প্রথমে হামলা চালানো হয় শুভান আল্লাহ মসজিদে তথা জইশ ই মোহাম্মদের সদর দপ্তরে, কোটলির মসজিদে লস্করের ঘাঁটিতেও অভিযান চালায় ভারত। পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে ও মেহমুনা জোয়া ক্যাম্পেও হামলা করা হয়। সেখানে হিজবুলের ক্যাম্প ছিল।
দুপুর ২.৪০: ৭ই মে | 'অপারেশন সিঁদুর'-র জবাব দেওয়ার জন্য পাক সেনাকে অনুমতি!
'অপারেশন সিঁদুর'-এর জবাব দিতে পাক সেনাকে অনুমতি ইসলামাবাদের।
দুপুর ২.২০: ৭ই মে | রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
অপারেশন সিন্দুর-এর বিস্তারিত বিবরণ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুপুর ২.১৭: ৭ই মে | রাজ্যগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!
রাজ্যগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স-এ বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বাংলার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে। ভিডিয়ো কনফারেন্স করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে থাকবেন ডিজি, মুখ্যসচিবও।
বেলা ১.০৭: ৭ই মে | আমাদের সকলের জন্য আজ অত্যন্ত গর্বের মুহূর্ত : প্রধানমন্ত্রী মোদি!
ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনার ভূমিকার অত্যন্ত প্রশংসা করেন।
বেলা ১২.৪৫: ৭ই মে | শ্রীনগর-সহ বন্ধ উত্তর ভারতের ৯ এয়ারপোর্ট!
জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের ৯ এয়ারপোর্টে অসামরিক উড়ান আপাতত বন্ধ। বায়ু সেনার নিয়ন্ত্রণে আপাতত বিমান বন্দরগুলি।
বেলা ১২.১৫: ৭ই মে | অপারেশন সিঁদুর-এর পর বিদেশ সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির!
ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ড সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বেলা ১১.৪৫: ৭ই মে | অপারেশন সিঁদুর-এ হত মাসুদ আজহারের পরিবারের ২ সদস্য দাবি পাকিস্তনের!
অপারেশন সিঁদুর-এ হত মাসুদ আজহারের পরিবারের ২ সদস্য দাবি তুলছে পাক মিডিয়া। ভারতীয় সেনার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট যে টার্গেট করা হয়েছিল শুধু জঙ্গি ঘাঁটিকেই।
সকাল ১০.১৫: ৭ই মে | ‘রেড অ্যালার্ট’ জারি উত্তরপ্রদেশে!
ভারত-পাক সংঘাত আবহে প্রথম রাজ্য হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি উত্তরপ্রদেশের। অমৃতসর বিমানবন্দরে বন্ধ ১০ মে পর্যন্ত সমস্ত উড়ান।
সকাল ১০.১৫: ৭ই মে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অজিত দোভাল!
ক্যাবিনেট বৈঠক ও ভারতীয় সেনার সাংবাদিক সম্মেলনের আগে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
সকাল ১০.১২: ৭ই মে | ‘নো টলারেন্স’ গোটা বিশ্বকে বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের!
পহেলগাম হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা বিশ্বকে বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বললেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতে সারা বিশ্বকে দেখাতে হবে ‘নো টলারেন্স’।
ভোর ৮.৪২: ৭ই মে | ‘অপারেশন সিন্দুর’-এ সাধুবাদ জানালেন রাহুল গান্ধী!
পহেলগাম হামলার বদলায় সেনার ‘অপারেশন সিন্দুর’-এ সাধুবাদ। সেনাকে অভিবাদন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
ভোর ৮.৩২: ৭ই মে | 'অপারেশন সিঁদুর' এর দিকে রাতভর নজর প্রধানমন্ত্রী মোদির!
পহেলগাম হামলার বদলায় জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত। রাতভর অপারেশনে নিজে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোর ৫.১২: ৭ই মে | ৯টি জায়গায় নির্দিষ্ট টার্গেটে হামলা ভারতের!
বাহওয়ালপুরের ২টি জায়গা, মুরদিকে, মুজফ্ফরাবাদ, কোটলি, গুলপুর, ভিম্বের, চক আমরু ও সিয়ালকোট- এই ৯টি জায়গায় নির্দিষ্ট টার্গেটে হামলা ভারতের। যে ৯টি টার্গেটে হামলা চালানো হয়েছে। তার মধ্যে ৪টি পাকিস্তানের অন্তর্গত। ৫টি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তর্গত।
ভোর ৪.৫০: ৭ই মে | ৬টি জায়গায় ২৪টি হামলার কথা স্বীকার করলো পাকিস্তান!
ভারতের হামলার পরে সাংবাদিক বৈঠক পাক সেনার। স্বীকার করা হয় পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলার কথা। হামলায়, ৮ জনের মৃত্যু, ৩৫ জন জখম এবং ২ জন নিখোঁজ বলে জানিয়েছে পাকিস্তান সেনা।
ভোর ৪.৪০: ৭ই মে | জইশ, লস্করের হেড কোয়ার্টারে সফল হামলা!
জইশ, লস্করের হেড কোয়ার্টারে সফল হামলা। আগের স্ট্রাইকের তুলনায় অনেক বেশি সাফল্য মিলেছে। ৯টি টার্গেটে হামলাই সফল বলে জানিয়েছে সরকারের একটি সূত্র।
ভোর ৪.২০: ৭ই মে | বন্ধ করে দেওয়া হলো শ্রীনগর বিমানবন্দর!
বন্ধ করে দেওয়া হলো শ্রীনগর বিমানবন্দর। আজ কোনও অসামরিক বিমান উড়বে না
ভোর ৪.১৫: ৭ই মে | লস্করের হেড কোয়ার্টার ধ্বংস করলো ভারত!
লস্কর-ই-তইবার হেডকোয়ার্টার মুরদিকের কোটলি। সেখানে মিসাইল হামলা ভারতের। একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা। পাক-পাঞ্জাবের ভাওয়ালপুর জৈশ-ই-মহম্মদের ঘাঁটি। সেখানেও মিসাইল হামলা ভারতীয় বায়ু সেনার।
ভোর ৪.০৫: ৭ই মে | এই প্রথম যুদ্ধে নামলো ভারতীয় বায়ু সেনার রাফাল স্কোয়াড্রন
রাফাল থেকে স্ক্যাল্প ক্রুজ মিসাইল আর হ্যামার স্ট্যান্ড অফ weapon দিয়ে মিসাইল হামলা পাকিস্তানের উপরে। এই প্রথম যুদ্ধে নামলো ভারতীয় বায়ু সেনার রাফাল স্কোয়াড্রন।
রাত ৩.৪০: ৭ই মে | শুধুমাত্র জঙ্গিঘাঁটিতেই হামলা চালানো হয়েছে : জানালো ভারত
‘কোনও পাকিস্তানি নাগরিক, অর্থনৈতিক কেন্দ্র বা সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়নি। শুধুমাত্র জঙ্গিঘাঁটি বলে পরিচিত জায়গাগুলিতে হামলা করা হয়েছে’, এমনটাই জানিয়েছে ভারত।
রাত ৩.৩৮: ৭ই মে | ৪৮ ঘণ্টার জন্য বন্ধ লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর!
লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করল পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুর এর পরে লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করল পাকিস্তান।
রাত ৩.২৮: ৭ই মে | পাকিস্তানের সিন্ধু প্রদেশে জরুরি অবস্থা জারি!
পাকিস্তানের সিন্ধু প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, বুধবার সকালে পাকিস্তান সরকার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।
রাত ৩.০৫: ৭ই মে | পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট! এখনও পর্যন্ত মৃত্যু ১২ জনের!
ভারতের পরপর মিসাইলে ধস্ত পাকিস্তানের একাধিক জায়গা। গোটা পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু, জখম ১২। প্রাণহানির ঘটনা স্বীকার করেছে পাকিস্তান।

রাত ৩.০০: ৭ই মে | LOC ও পঞ্জাব সীমান্তে ভারত-পাকের গুলির লড়াই!
LOC ও পঞ্জাব সীমান্তে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছে। ভারত ও পাকিস্তানের সেনার মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলছে নিয়ন্ত্রণ রেখা বরাবর, পুঞ্চ-রাজৌরি, মেন্ধার, ভিম্বার গালিতে।
রাত ২.৫০: ৭ই মে | পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল হামলা ভারতের!
পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল অ্যাটাক ভারতের। পাক-পঞ্জাবের পুূর্ব ভাওয়ালপুরে হামলা। কোটলি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে হামলা। জৈশ ই ম
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- যুদ্ধ
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- ভারতীয় বায়ুসেনা
- অপারেশন সিঁদুর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- এক নজরে
- আজকের খবর