Operation Sindoor Live Update | পাকিস্তানকে সামরিক সহযোগিতা করার জের, তুরস্কের সঙ্গে চুক্তি বাতিল JNU-এর!

২২সে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ নিরীহ প্রাণকে হত্যা করে পাক মদতপুষ্ঠ জঙ্গি। এই ঘটনার ১৫ দিন পর ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। প্রথমে হামলা চালানো হয় শুভান আল্লাহ মসজিদে তথা জইশ ই মোহাম্মদের সদর দপ্তরে, কোটলির মসজিদে লস্করের ঘাঁটিতেও অভিযান চালায় ভারত। পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে ও মেহমুনা জোয়া ক্যাম্পেও হামলা করা হয়। সেখানে হিজবুলের ক্যাম্প ছিল।
সন্ধে ৭.১০ : ১৪ই মে | তুরস্কের সঙ্গে চুক্তি বাতিল JNU-এর!
ভারত-পাক সংঘর্ষ চলাকালীন পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে। এরপরই তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।
সন্ধে ৬.৩০ : ১৪ই মে | অপারেশন সিঁদুরে নিহত আরও দুই পাক সেনা!
ভারতীয় হামলায় জঙ্গি শিবিরে নিহত পাকিস্তানি সামরিক সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এর পাশপাশি আহত পাক সেনার সংখ্যা ৭৮ জন।
সন্ধে ৬.০০ : ১৪ই মে | ভারতকে সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ পাকিস্তানের!
সরকারি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রককে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে পাক জল সম্পদ মন্ত্রক জানিয়েছে, ভারত সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানে বড় জল সংকট দেখা দিতে পারে। তাই এই সিন্ধান্ত আরও একবার বিবেচনা করে দেখার অনুরোধ পাকিস্তানের।
ভারত সরতকারকে সিন্ধু জল চুক্তি রদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাল পাকিস্তান। এই বিষয়ে আলোচনা চাইল ইসলামাবাদ।
বিকেল ৪.৪৫ : ১৪ই মে | কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্য করায় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ!
কর্নেল সোফিয়া কুরেশিকে 'সন্ত্রাসবাদীদের বোন' বলার জন্য মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে FIR দায়েরের নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।
দুপুর ৩.৫০ : ১৪ই মে | ‘ভার্গবাস্ত্র’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ!
সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ নতুন কাউন্টার ড্রোন সিস্টেমের। পোশাকি নাম ‘ভার্গবাস্ত্র’।শত্রুপক্ষের ড্রোন হামলা রুখতে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই সিস্টেম। তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)।
বেলা ১২.৫০ : ১৪ই মে | রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে CDS সহ সেনা প্রধানরা!
অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে বসলেন CDS-সহ তিন বাহিনীর সেনা প্রধান।
বেলা ১১.৫৬ : ১৪ই মে | BSF জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান!
অবশেষে BSF জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান! ANI সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটারি ওয়াঘা সীমান্ত থেকে নিয়ে আসে বিএসএফ।

বেলা ১১.৫৬ : ১৪ই মে | আজ হবে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও!
ভারত-পাক সংঘাতের পরিস্থিতিতে আজ বৈঠকে বসতে চলেছে নিরাপত্তা বিষয়ক কমিটিও।
বেলা ১১.১৫ : ১৪ই মে | ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে পিছিয়ে গেল কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা!
ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে পিছিয়ে গেল কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।১৮ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হল কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।
সকাল ১০.০৫ : ১৪ই মে | ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণার পর আজ প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক!
ভারত-পাক বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা।
রাত ৯.৫৫ : ১৩ই মে | মঙ্গলবারের মতো বুধেও স্বাভাবিক জম্মু!
স্বাভাবিক জম্মু। গতকাল রাতেও কোনও গোলা-গুলি চলা, শেলিং বা ড্রোন উড়ে আসার খবর মেলেনি।
রাত ৮.৪০ : ১৩ই মে | পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলো ভারত!
পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত। তার বিরুদ্ধে ‘অকূটনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সন্ধে ৬.৩০ : ১৩ই মে | পাকিস্তান নিজেদের বোকা বানাচ্ছে : বিদেশ সচিব
বিদেশ সচিব রণধীর জয়সওয়াল বললেন, ‘আমরা পাকিস্তানি পক্ষের বক্তব্য শুনেছি। যে দেশ শিল্পের স্তরে সন্ত্রাসবাদকে লালন করছে, তারা যদি মনে করে যে তাদের এর ফল ভুগতে হবে না, তা হলে তারা নিজেদেরই বোকা বানাচ্ছে।’
সন্ধে ৬.১০ : ১৩ই মে | যুদ্ধ বন্ধ না করলে আমেরিকার বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করলো ভারত সরকার!
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি বাণিজ্য বন্ধ করে দেবেন বলে চাপ দেওয়াতেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করল ভারত সরকার। বিদেশ সচিব রণধীর জয়সওয়াল জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনায় বাণিজ্যের বিষয়টি ওঠেনি।
সন্ধে ৬.০৫ : ১৩ই মে | স্থগিত থাকবে সিন্ধু জল চুক্তি : বিদেশ সচিব রণধীর জয়সওয়াল
সন্ত্রাসবাদের প্রতি পাকস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে বলে জানালেন বিদেশ সচিব রণধীর জয়সওয়াল।
দুপুর ৩.০০ : ১৩ই মে | আদমপুরে এয়ারবেসে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
- আমাদের টার্গেট পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ছিল কিন্তু ওদের সেনা আমাদের উপর হামলার ষড়যন্ত্র করল: মোদি
- আপনারা নিজেদের লক্ষ্যে সফল হয়েছেন। বায়ুসেনার প্রত্যেক অফিসার, নেভি, ভারতীয় সেনা এবং BSF-কেও আমার স্যালুট: মোদি
- এরপরও যদি কোনও জঙ্গি হামলা হয়, এর থেকে আরও বড় জবাব পাবে: মোদি
- নিজের সময়ে, নিজের শর্তে, নিজের কায়দায় ভারত জবাব দেবে জঙ্গিদের: মোদি
- এই আদমপুর এয়ারবেস-সহ আমাদের একাধিক এয়ারবেসকে টার্গেট করার কথা ভেবেছিল: মোদি
- আমাদের ড্রোন, মিসাইলের শক্তি দেখে পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে: মোদি
- পাকিস্তান সাধারণ যাত্রী বিমানকে ঢাল করে হামলার ষড়যন্ত্র করেছিল, তখনও আপনারা মাথা ঠান্ডা রেখে সামলে জবাব দিয়েছেন: মোদি
- পাকিস্তানে যেখানেই গিয়ে লুকিয়ে থাকুক জঙ্গিরা, ঘরে ঢুকে মারব: মোদি
- ওরা লুকিয়ে এসেছিল মারতে, আপনারা বীরবিক্রমে সামনে থেকে গিয়ে হামলা চালিয়েছেন : মোদি
- ভারতের দিকে চোখ তুলে তাকালে কী হবে তার জবাব দেওয়া গিয়েছে: মোদি
- ভারতের মা-বোনেদের সিঁদুর কেড়ে নেওয়ার জবাবে আপনারা ঘরে ঢুকে পিষে মেরেছেন: মোদি
বেলা ১.০০ : ১৩ই মে | দিল্লিতে ফিরে উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি~
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বেলা ১২.৪০ : ১৩ই মে | পঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী!
অপারেশন সিঁদুর-এ বায়ুসেনার দুরন্ত প্রদর্শন। মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে জওয়ানদের সঙ্গে দেখা করতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১২.০০ : ১৩ই মে | CDS-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী!
সোমবার দুই DGMOর বৈঠকের পর মঙ্গলে ফের CDS-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সকাল ১০.৫০ : ১৩ই মে | কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই!
কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের ধরার চেষ্টায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা। সেই অভিযানের সময় সেনার উপর হামলা জঙ্গিদের। পাল্টা গুলি চালিয়েছে সেনাও।
সকাল ১০.৩০ : ১৩ই মে | রাজৌরি থেকে উদ্ধার ৩৬ কেজি ওজনের পাক মর্টার!
রাজৌরি থেকে উদ্ধার ৩৬ কেজি ওজনেরও বেশি ওজনের পাক মর্টার উদ্ধার। সেটি নিস্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। এলাকায় এলাকায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে এমন আরও গোলা রয়েছে কিনা।
সকাল ১০.০৯ : ১৩ই মে | স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর, আজ খুলতে পারে এয়ারপোর্টও!
স্বাভাবিক ছন্দে শ্রীনগর, আজ খুলতে পারে এয়ারপোর্টও। রাস্তায় স্বাভাবিক ট্রাফিক। খুলেছে দোকান-পাট, স্কুল।
সকাল ৯.৫৯ : ১৩ই মে | জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে খুলল একাধিক স্কুল!
অপারেশন সিঁদুর-এর পর থেকেই অশান্ত সীমান্তের কারণে বন্ধ ছিল স্কুল। পাকিস্তান পিছু হটতেই খুলে দেওয়া হল সীমান্তবর্তী এলাকাগুলির স্কুল।
সকাল ৯.৩৯ : ১৩ই মে | সতর্কতা তুলে নেওয়া হল রাজস্থানে!
সীমান্ত এলাকা-সহ রাজস্থানের বাড়মেঢ়ে ফিরছে স্থিতাবস্থা। তুলে নেওয়া হলো সতর্কতা।
সকাল ৮.২৯ : ১৩ই মে | ১৯ মে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক বিদেশ সচিবের!
১৯ মে সংসদীয় কমিটির সামনে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।
সকাল ৮.১৫ : ১৩ই মে | আজ ৭ শহরে উড়ান বাতিল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর!
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ড্রোন হামলার পর নয়া ট্রাভেল অ্যাডভাইসরি জারি।
রাত ৮.৩০ : ১২ই মে | "সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে হতে পারে না!" : প্রধানমন্ত্রী মোদি
- পাকিস্তানের সঙ্গে কোনও কথা হলে সেটা সন্ত্রাস দমন নিয়েই হবে। সেটা PoK নিয়েই হবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- "সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে হতে পারে না!": প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- "পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তাহলে দেশ থেকে সন্ত্রাসের সমস্ত ঘাঁটি তুলে দিতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনার কোনও উপায় নেই।": প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- "নিউক্লিয়ার ব্ল্যাকমেল চলবে না" : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- "সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি হিসেবে গণ্য করা হবে। এটা দেশের নতুন একটি পরিচয়।": প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- "মা-বোনদের মাথা থেকে সিঁদুর মুছে দেওয়ার পরিণাম পেয়েছে সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদের বীভৎস চেহারা দেখা গিয়েছে। দেশের ঐক্য ভাঙার চেষ্টা হয়েছে। গোটা দেশের সমস্ত নাগরিক, সমস্ত সমাজ, সব রাজনীতি দল এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।" : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাত ৮.০০ : ১২ই মে | দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি!
অপারেশন সিঁদুরের পর প্রথমবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন মোদি । কী বলেন তিনি, তাকিয়ে গোটা ভারত।
রাত ৭.৫৩ : ১২ই মে | যুদ্ধ না থামালে প্রভাব পড়বে ব্যবসায়! প্রধানমন্ত্রী মোদির ভাষণের আগে বড় দাবি ট্রাম্পের!
প্রধানমন্ত্রী মোদীর ভাষণের ঠিক আগেই বড় দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার প্রেসিডেন্ট জানালেন, তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। দু’পক্ষকেই তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করতে হবে, নয়তো তাদের সঙ্গে ব্যবসা করা হবে না।
বিকেল ৫.৫৩ : ১২ই মে | শেষ হলো ভারত-পাকের DGMO বৈঠক!
সূত্রের খবর, শেষ হয়েছে ভারত-পাকের DGMO বৈঠক। দুই দেশের DGMO-এর বৈঠক চলল প্রায় ৩০ মিনিট।
বিকেল ৫.২৩ : ১২ই মে | ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহ করছে PIO গোয়েন্দারা!
সাবধান! ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর: 𝟕𝟑𝟒𝟎𝟗𝟐𝟏𝟕𝟎𝟐 ব্যবহার করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা PIO! অভিযোগ, PIO গোয়েন্দারা ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা সেজে সাংবাদিক এবং বেসামরিকদের ফোন করে "অপারেশন সিন্দুরে"র চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে : সূত্র

বিকেল ৪.৪৫ : ১২ই মে | আজ রাত ৮টায় ‘জাতির উদ্দেশে ভাষণ’ দেবেন প্রধানমন্ত্রী!
অপারেশন সিঁদুর ও ভারত-পাক যুদ্ধের আবহে আজ রাত ৮টায় ‘জাতির উদ্দেশে ভাষণ’ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
দুপুর ৩.১০ : ১২ই মে | কোনও না কোনও স্তরে শত্রুপক্ষকে আটকানো যাবে এই ভেবেই মাল্টি লেয়ার সিস্টেম বানানো হয়েছিল: সেনা
সাংবাদিক বৈঠকে সেনার তরফে যা বলা হলো -
কোনও না কোনও স্তরে শত্রুপক্ষকে আটকানো যাবে এই ভেবেই মাল্টি লেয়ার সিস্টেম বানানো হয়েছিল: সেনা
পাকিস্তান প্রচুর মিথ্যে ন্যারেটিভ ছড়াচ্ছে: সেনা
তুরস্কের ড্রোন হোক বা অন্য যে কোনও জায়গার, সব কিছুই আমাদের এয়ার ডিফেন্সের সামনে ধূলিসাৎ: সেনা
রহিমইয়ার এয়ার বেসে ভারতের প্রত্যাঘাতে তৈরি হয়েছে বিশাল গহ্বর: সেনা
আমাদের সমস্ত মিলিটারি বেস, এয়ার ডিফেন্স, অস্ত্র সব তৈরি। নতুন করে যুদ্ধ শুরু হলে আমরা তৈরি: সেনা
শুধু বায়ুসেনায় নয়, সমুদ্রেও একাধিক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে নৌ বাহিনী : সেনা
আমাদের মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স গ্রিডের সামনে ব্যর্থ হয়ে যায় পাক সেনার হেভি শেলিং:DGMO রাজীব ঘাই
পহেলগাম জঙ্গি হামলায় পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল- DGMO রাজীব ঘাই
ওদের কোনও সুযোগই ছিল না এই দুর্ভেদ্য ডিফেন্সকে ভেদ করে আমাদের সেনা ঘাঁটিতে হামলা করার: DGMO
গত কয়েক বছরে সন্ত্রাসবাদের প্রকৃতি বদলেছে। নিরীহ নাগরিক, পর্যটকদেরকে টার্গেট করা হচ্ছিল: সেনা
চিনে তৈরি রকেট ছুঁড়েছিল পাকিস্তান, সবকটি নামিয়েছে বায়ুসেনা: এয়ার মার্শাল একে ভারতী
৭ মে আমরা শুধুই জঙ্গি ডেরায় হানা করেছিলাম। তার প্রমাণও দিয়েছি: এয়ার মার্শাল একে ভারতী
ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমকে দাঁত ফোটাতে পারেনি পাকিস্তান: সেনা
পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তার জন্য ওরা নিজেরাই দায়ী: সেনা
পাকিস্তানের সেনা জঙ্গিদের সঙ্গ দিয়ে অপারেশন সিঁদুরকে নিজের যুদ্ধ বানিয়ে নিয়েছে: সেনা
দুপুর ২.৪০ : ১২ই মে | অপারেশ সিঁদুর-এর রিপোর্ট নিয়ে সেনার দ্বিতীয় বৈঠক শুরু
অপারেশ সিঁদুর-এর রিপোর্ট নিয়ে সেনার দ্বিতীয় বৈঠক শুরু। পাশাপাশি DGMO এর বৈঠকের আগেই সাংবাদিক বৈঠকে বসবে সেনা।
দুপুর ১.৩০ : ১২ই মে | বদলে গেলো ভারত-পাকের DGMO-এর বৈঠকের সময়
১২টার বদলে বিকেল পাঁচটায় হবে DGMO-এর বৈঠক। দুপুরের বদলে বিকেল পাঁচটায় দুই দেশের DGMO বসবেন বৈঠকে।
বেলা ১১.৩৪ : ১২ই মে | প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। তিন বাহিনীর প্রধান ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রয়েছে CDS অনিল চৌহানও।
সকাল ১০.১৭ : ১২ই মে | ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে অসামরিক বিমান পরিষেবা
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসামরিক বিমান পরিষেবা। সীমান্তে উত্তেজনার কারণে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল, সেগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর, প্রয়োজনীয় NOTAM জারি করা হয়েছে।
সকাল ৯.৩৭ : ১২ই মে | পেহলগাঁও হামলার সঙ্গে যুক্তদের খোঁজে চলছে অভিযান
কাশ্মীরের বারামুলা-সহ একাধিক জায়গায় চলছে সন্দেহভাজনের খোঁজে অভিযান
সকাল ৮.০৭ : ১২ই মে | রাতভর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি পাকিস্তান : ভারতীয় সেনা
‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম রাতে নিয়ন্ত্রণ রেখায় কোনও হামলা হয়নি বা গোলা-গুলি চলেনি বলে জানিয়েছে ভারতীয় সেনা।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- যুদ্ধ
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- ভারতীয় বায়ুসেনা
- অপারেশন সিঁদুর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা