খেলাধুলা

Asian Games 2023 | পুরুষদের পিস্তল ইভেন্টে সোনা জয় ভারতের! রুপো জিতে চিনকে পাল্টা চড় মণিপুরের রোশিবীণার!

Asian Games 2023 | পুরুষদের পিস্তল ইভেন্টে সোনা জয় ভারতের! রুপো জিতে চিনকে পাল্টা চড় মণিপুরের রোশিবীণার!
Key Highlights

এশিয়ান গেমস ২০২৩ এর পঞ্চমদিনেও পুরুষদের পিস্তল ইভেন্টে জিতে সোনা আনলেন খেলোয়াড়রা। উশুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রূপো জিতেছেন মণিপুরের বিষ্ণুপুর জেলার এক ছোট্ট গ্রামের মেয়ে রোশিবীণা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো জিতলেন এষা সিং।

এশিয়ান গেমস  ২০২৩ (Asian Games 2023) এর পঞ্চম দিনে অর্থাৎ, আজ বৃহস্পতিবারও দিনের শুরু সোনা দিয়ে! পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। এশিয়ান গেমসে উশুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রূপো জিতেছেন মণিপুরের বিষ্ণুপুর জেলার এক ছোট্ট গ্রামের মেয়ে রোশিবীণা। হানঝাউতেই এশিয়ান গেমস  ২০২৩ (Asian Games 2023) এ অভিষেক হওয়ার পর মহিলাদের ২৫ মিটার  পিস্তল ইভেন্টে রুপো জিতলেন এষা সিং! 

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

এদিন সকালে এশিয়ান গেমস  ২০২৩ (Asian Games 2023) এর  পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন  ভারতের সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh), শিবা নারওয়াল (Shiva Narwal) ও অর্জুন সিংহ চিমা (Arjun Singh)। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একটি করে শট নেন। ভারতের হয়ে সরবজ্যোৎ তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭ ও ৯৮। অর্জুন স্কোর করেন যথাক্রমে ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ ও ৯৫। ভারতের তৃতীয় প্রতিযোগী চিমা তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ ও ৯৫।

এই ইভেন্টে ভারতীয় শুটারেরা প্রথম রাউন্ডে স্কোর করেন ২৮৪। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে প্রথম স্থানে শেষ করে সোনা জেতে ভারত। অন্যদিকে, ভারতের থেকে ১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয়স্থানে রুপো পায় চীন।  তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। 

অন্যদিকে উশুতে (Wushu) রুপো জিতে চীনকে মোক্ষম জবাব দিলেন মণিপুরের মেয়ে নাওরেম রোশিবীণা দেবী। একদিকে মণিপুরের উত্তপ্ত অবস্থায় পরিবারের জন্য চিন্তায় নাওরেম, অন্যদিকে চীনের ষঢ়যন্ত্র! প্রায় ৫ মাস ধরে নাওরেমের বাড়ি, মণিপুরে চলছে জাতি সংঘর্ষের জেরে খুন,গোলাগুলি, বোমাবাজি, ধর্ষণের মতো অমানবিক অত্যাচার। গত কয়েকমাস ধরে এই রাজ্য কার্যত অগ্নিগর্ভ। এশিয়ান গেমসের প্রস্তুতির মাঝেও প্রতি মুহূর্তে নিজের রাজ্য, নিজের বাড়ি নিয়ে চিন্তা করে যেতে হয়েছে রোশিবীণাকে। এশিয়ান গেমসের প্রস্তুতির ফাঁকে পরিবারের সুরক্ষার কথা ভেবেছেন সব সময়। কেবল পরিবার, নিজের ভিটেমাটির চিন্তাই নয়,  চিনে গিয়ে অনুশীলনের সুযোগটাও ঠিকমতো পাননি রোশিবীণা। কারণ যাদের সঙ্গে তিনি অনুশীলন করেন, তাঁদের এশিয়াডে যাওয়ার ভিসাই দেয়নি চীন। ওনিলু টেগা, নাইমান ওয়াংসু ও মেপুং লামগু নামের অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদনে সিলমোহর দেয়নি চিনা প্রশাসন। ফলে কার্যতই  মন খারাপ ছিল রোশিবীণার।  

তবে অদম্য জেদের শক্তি গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন নাওরেম রোশিবীণা দেবী! এশিয়ান গেমস  ২০২৩ (Asian Games 2023) এর  উশুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রূপো জিতে রোশিবীণা তাঁর পদক উৎসর্গ করলেন মণিপুরের জন্য লড়াই করা ব্যক্তিদের জন্য এবং যারা চিনের ভিসা না পাওয়ার জন্য এশিয়াডে যেতে পারেননি তাদের। তাঁর এই পদকজয় যেন ‘চক্রান্তকারী’ চিনের মুখে সপাটে চড়।

এশিয়ান গেমসে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আরেক তরুণীও! মাত্র ১৩ বছর বয়স থেকেই আন্তর্জাতিক মঞ্চে অনেকের ঘুম কেড়ে নিয়েছিলেন এই তরুণী।  জুনিয়র স্তরে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে তিনটি সোনা, একটি করে রুপো ও ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর। সিনিয়র স্তরেও সাফল্যের ধারা বজায় রেখেছেন। এ বছর বাকুতে বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ও এশিয়ান গেমসে রুপো জয় করেছেন এষা সিং। এশিয়ান গেমসের পঞ্চম দিনের প্রতিযোগিতার দিনে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো জিতলেন এষা সিং। 

 এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

উল্লেখ্য, এর আগে  মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে মনু, ইশা ও রিদম একসঙ্গে সোনা যেতেন। শুটিংয়ে সোনা জয়ী ভারতের তিন কন্যার মধ্যে মনু ভাকের সর্বোচ্চ ৫৯০ পয়েন্ট করেছিলেন। পাশাপাশি একই দিনে সিফট কউর সামরা (Sift Kaur Samra)দেশের হয়ে এবারের এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা যেতেন।  সোনা এসেছে ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে, এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket)-এ।  পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টেও সোনার মেডেল জয় করে ভারত। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারতের মহিলা ক্রিকেটাররা। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket)এ এর আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। এরপর ফাইনালে শ্রীলঙ্কাকে হারান ভারতীয় মহিলা ক্রিকেটাররা। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত চলতি এশিয়ান গেমসে ভারত মোট ২৫টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৮টি রুপো ও ১১টি ব্রোঞ্জ।


Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
আজকের সেরা খবর | মালদহে ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বজ্রপাতে মৃত অন্তত ১১!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla