দেশ

Ganesh Puja at Mumbai: জাতিগত পোশাক পড়লেই মণ্ডপে প্রবেশ, নিষেধাজ্ঞা জারি মুম্বইয়ে

Ganesh Puja at Mumbai: জাতিগত পোশাক পড়লেই মণ্ডপে প্রবেশ, নিষেধাজ্ঞা জারি মুম্বইয়ে
Key Highlights

গণেশ পুজোর প্রাক্কালে মণ্ডপে প্রবেশের জন্য রীতিমতো পোশাকবিধি বেঁধে দিয়েছেন মণ্ডপ কর্তৃপক্ষ। ছোট পোশাক পরলে মিলবে না দেবদর্শনের অনুমতি।

আর মাত্র ১ রাত পরেই ধুমধাম করে মুম্বাই তথা গোটা দেশজুড়ে গণেশ পুজো পালিত হবে। গণেশ পুজোর প্রাক্কালে পোশাক নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করল মুম্বইয়ের এক জনপ্রিয় পুজোমণ্ডপ। যে কোনওরকম ছোট পোশাক, হাফপ্যান্ট কিংবা হাতাকাটা জামা পরে মণ্ডপে প্রবেশ করা যাবে না। বিগ্রহ দর্শন করতে গেলে পরতে হবে সাবেকি পোশাক, বা অন্তত এমন কোনও পোশাক যা আপাতদৃষ্টিতে শালীন।

সোজা কথায়, যে পোশাক শরীরের অধিকাংশ অংশকেই আবৃত করে রাখে, তেমনই পোশাক পরার কথা বুঝিয়েছে এই পুজো কমিটি। যে কারণে কোপ পড়েছে হাফপ্যান্ট কিংবা হাতাকাটা পোশাকের উপরে। জানা গিয়েছে, এই প্রথমবার নয়, বেশ কিছু বছর ধরেই গণেশ পুজোর সময় এমনই পোশাকবিধি বেঁধে দিয়ে থাকে মুম্বইয়ের আন্ধেরিচা রাজা পুজোমণ্ডপ।

গণেশ চতুর্থী একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই আমরা আশা করতেই পারি যে, এই সময় অন্তত ভক্তরা, বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে।

আন্ধেরিচা রাজার আজাদনগর সর্বজনীন উৎসব সমিতির প্রধান উপদেষ্টা যশোধর ফাঁসে-র বক্তব্য

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৯৪ সালে খোদ বালগঙ্গাধর তিলক এই পুজো শুরু করেছিলেন। মুম্বইয়ের বিখ্যাত গণেশ পুজো কমিটিগুলির মধ্যে এই পুজোমণ্ডপটিই প্রথম পোশাকবিধি বেঁধে দেওয়ার মতো উদ্যোগ নিয়েছে।

একটানা বারো বছর ধরে এই পোশাকবিধি মেনেই মণ্ডপে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন তিনি। এমনকি মণ্ডপের কাছে কয়েক জোড়া ট্র্যাক প্যান্ট রাখার ব্যবস্থাও করেন তাঁরা। যাতে যাঁরা মণ্ডপের নির্দিষ্ট পোশাকবিধি সম্পর্কে সচেতন নন, তাঁরাও চাইলে পোশাক বদলে মণ্ডপে প্রবেশ করতে পারেন। জানা গিয়েছে, শুধু এই একটি পুজো কমিটি নয়, বর্তমানে ভক্তদের উদ্দেশে পোশাকবিধি জারি করার এহেন উদ্যোগ নেওয়া হয়েছে মুম্বইয়ের একাধিক পুজো মণ্ডপের তরফে।

কী পরা উচিত তা মানুষ নিজেই ঠিক করবেন। আমরা কেবল সচেতনতা তৈরি করছি যে পুজোর সময় কী ধরনের পোশাক পরা উচিত।

গণেশ গলির মুম্বইচা রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকর


International Space Station | 'স্পেস স্টেশন' ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেবে NASA! মহাকাশে তৈরী হবে 'নতুন শহর'!
Maharashtra | মহারাষ্ট্রে আত্মসমর্পণ ৬ কোটির বেণুগোপালের! ৬০ কমরেডকে নিয়ে পুলিশের কাছে কিষেনজির ভাই
Kolkata Metro | ছুটির সন্ধ্যেয় থমকালো মেট্রো, দমদমগামী ব্লু লাইনে দুর্ভোগ, ভোগান্তিতে যাত্রীরা
Border Security Force | বিএসএফের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী!
Special Train | সামনেই কালীপুজো-দিওয়ালি-ছটপুজো, বাড়তি ট্রেন ছাড়বে হাওড়া-শিয়ালদহ থেকে, ঘোষণা পূর্ব রেলের
Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Durgapur Gang Rape | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে ৩, পলাতক ২