রাজ্য স্বাস্থ্য দফতর মেডিক্যাল কলেজের শিক্ষকদের জন্য নতুন বদলি নীতি নিয়ে এল
স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সকল মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর পাঠের হাসপাতালগুলিকে ভাগ করে চারটি জ়োনে রাখা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, কলকাতা ও লাগোয়া শহরতলির বাইরে বাংলার যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কোনও না কোনও জেলায় চাকরি জীবনের অন্তত অর্ধেক সময় একলপ্তে কিংবা পর্যায়ক্রমে কাটাতেই হবে শিক্ষক-চিকিৎসকদের। তবে স্বাস্থ্য পরিষেবা ক্যাডার কিংবা প্রশাসনিক ক্যাডারদের মতো স্বাস্থ্য-শিক্ষা ক্যাডারের আওতায় থাকা শিক্ষক-চিকিৎসকদের যে নিয়মিত রুটিন বদলি হবে না, সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
শিক্ষক-চিকিৎসকদের বদলি হবে একমাত্র চিকিৎসা ও মেডিক্যাল পঠনপাঠনের স্বার্থেই।
স্বাস্থ্য দফতরের এই নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে মোট চারটি জ়োনে ভাগ করা হয়েছে। রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর পাঠের হাসপাতালগুলিকে ভাগ করে রাখা হয়েছে ওই চারটি জ়োনে। এর মধ্যে কলকাতা জ়োন-১। কলকাতার লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে জ়োন-২। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা নিয়ে জ়োন-৩ এবং উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জ়োন-৪।
পাশাপাশি সন্তানের একক অভিভাবক, স্বামী-স্ত্রী উভয়েই শিক্ষক-চিকিৎসক, সন্তানের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা এবং চিকিৎসকের নিজস্ব কোনও প্রতিবন্ধকতার ক্ষেত্রে অবশ্য তাঁদের কাজে যোগ দেওয়ার বা পোস্টিংয়ের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে স্বাস্থ্য দফতর।
- Related topics -
- রাজ্য
- স্বাস্থ্য
- স্বাস্থ্যদপ্তর
- ডাক্তার