নয়া স্থল সীমান্ত আইন জারি করেছে চিন, চিনের এই নয়া আইনে উদ্বেগ প্রকাশ করল ভারত

Tuesday, November 2 2021, 3:54 pm
highlightKey Highlights

চিনের জারি করা নয়া স্থল সীমান্ত আইন নিয়ে ভারত আপত্তি জানাল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক লিখিত বিবৃতিতে বলেছেন, ‘নয়া আইন প্রণয়নের বিষয়ে চিনের এক তরফা সিদ্ধান্ত বর্তমান দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার উপর প্রভাব ফেলতে পারে সীমান্ত সংক্রান্ত বিষয়ে যা আমাদের উদ্বেগের কারণ।’ গত ২৩ শে অক্টোবর নয়া স্থল সীমান্ত আইন অনুমোদন করেছে চিনের ন্যাশনাল পিপল কংগ্রেসের স্থায়ী কমিটি। চীনের এক সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া এ বিষয়ে জানিয়েছে, চিনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে এই নতুন আইন আগামী ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File