WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?

Sunday, July 27 2025, 3:36 am
highlightKey Highlights

শনিবার জয়েন্টের রেজাল্ট নিয়ে মুখ খুললেন বোর্ড চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ফলাফল গত ৫ জুনই প্রকাশিত হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে।


এবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশে দেরি নিয়ে মুখ খুললেন বোর্ড চেয়ারপারসন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ফলাফল গত ৫ জুনই প্রকাশিত হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে রয়েছে ফলপ্রকাশ।’ তার মতে দেরির জন্যে দায়ী OBC ইস্যু। তিনি আরো বলেন, ‘একবার আইনটি দেখুন। ওবিসি ইস্যুতে WBJEEBএর কোনও ক্ষমতা নেই। আমরা ৫ জুন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ততক্ষণে সংরক্ষণের বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে।’ এই দীর্ঘ অনিশ্চয়তার বিরূপ প্রভাব পড়ছে পরীক্ষার্থীদের ওপর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File