SSC scam- সাদা OMR শিট জমা দিয়েও নিয়োগ, নতুন তথ্য পাচ্ছে সিবিআই
ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা এসএসসি অফিসের অনেকবারই হানা দিয়েছে। এসএসসির ডিজিটাল ডেটা রুম সিল করে দেওয়ার পাশাপাশি অফিস থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের হাতে আরও নতুন তথ্য আসতে শুরু করেছে। পরীক্ষার আবেদন না করে চাকরি পাওয়ার অভিযোগ তো রয়েছেই, আরও নতুন একটি বিষয়ে বেনিয়ম হয়েছে বলে সিবিআইয়ের নজরে এসেছে।
ইতিমধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত চলছে। তদন্তে নেমে সিবিআইয়ের হাতে নতুন নতুন তথ্য আসছে। কখনও মেয়াদ উত্তীর্ণ নিয়োগের অভিযোগ পাওয়া যাচ্ছে, কখনও আবার সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ সামনে এসেছে। সিবিআইয়ের আধিকারিকদের কাছে প্রশিক্ষণ শংসাপত্র সংক্রান্ত তথ্য হাতে এসেছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ অনুযায়ী, সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্য উঠে আসবে। এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। পাশাপাশি প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দুর্নীতির শেকড় যে অনেকটা গভীরে সেটা বুঝতে পারছেন তদন্তকারীরা।