শেষ বেলায়ও চমক দেখালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন,

Sunday, May 29 2022, 3:36 pm
শেষ বেলায়ও চমক দেখালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন,
highlightKey Highlights

৭৫ তম কান উৎসবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন দীপিকা পাড়ুকোন। কারণ এবারের আসরে অন্যতম বিচারকের ভূমিকায় ছিলেন তিনি।


৭৫ তম কান উৎসবের প্রথম দিনও শাড়ি পরেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সেটি ছিল বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা। গত শনিবার উৎসবের শেষ দিনেও আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা আইভরি রঙের শাড়িতে দেখা গেল বলিউডের কুইন দীপিকা কে।

ফ্যাশনে পিছিয়ে ছিলেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। লালগালিচায় তার প্রতিটি সাজের ছবি ভাইরাল হয়েছে। সেই সব ছবি দেখে আবার নানা মুনি নানামত দিয়েছেন। কেউ প্রশংসা করেছেন। আবার কেউ কঠোর সমালোচনা করে বলেছেন, সাজতেই তো সময় সব শেষ। ছবি নিয়ে বিচার করবেন কখন!

তবে এসবে পাত্তা না দিয়ে দীপিকা লালগালিচায় যতবার পা দিয়েছেন ততবারই আলো ছড়িয়েছেন। কানে শেষ দিনে তিনি পরেছেন নজরকাড়া শাড়ি।L




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File