PM Narendra Modi | ছাব্বিশের নির্বাচনে হটসিট সিঙ্গুর! ‘ব্যাড M’-কে হটিয়ে ‘গুড M’-কে আনার আর্জি শুভেন্দুর

Sunday, January 18 2026, 5:52 pm
PM Narendra Modi | ছাব্বিশের নির্বাচনে হটসিট সিঙ্গুর!  ‘ব্যাড M’-কে হটিয়ে ‘গুড M’-কে আনার আর্জি শুভেন্দুর
highlightKey Highlights

প্রায় ২০ বছর পর এই সিঙ্গুরের মাটিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ‘গুড M’ শব্দবন্ধ। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন প্রধানমন্ত্রী।


সিঙ্গুরের জনসভায় শিল্পে জোর মোদির। এদিন প্রধানমন্ত্রী প্রথমেই বললেন, “বিজেপি বাংলার বিকাশে গতি আনবে। বাংলায় বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে ধনিয়াখালির শাড়ি রয়েছে, জুট রয়েছে, হ্যান্ডলুম রয়েছে। বিজেপি ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ স্কিমের দ্বারা প্রত্যেক জেলার প্রোডাক্ট উৎপাদনে উৎসাহ দেবে।” মোদীর অভিযোগ, “আমি বারবার চিঠি লিখি, কিন্তু মুখ্যমন্ত্রী পড়েন না।” তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী নাই পড়তে পারেন, কিন্তু অফিসাররা তো পড়তে পারতেন!” ফের ফিরলো ‘গুড M’, ‘ব্যাড M’ এর প্রসঙ্গ। টিএমসির মহাজঙ্গলরাজকে বিদায় করার আর্জি জানালেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File