Trump-Iran | সুর বদল ট্রাম্পের, ইরানকে বিরল ‘ধন্যবাদ’ মার্কিন প্রেসিডেন্টের!

Saturday, January 17 2026, 5:26 am
Trump-Iran | সুর বদল ট্রাম্পের, ইরানকে বিরল ‘ধন্যবাদ’ মার্কিন প্রেসিডেন্টের!
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিলেন ইরানকে।


খামেনেই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ইরানের জনতা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আসরে নামতে হবে আমেরিকাকে। গতকাল নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আয়াতোল্লা খামেনেই প্রশাসন। এরপরই সুর বদল ট্রাম্পের। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। গতকালই ৮০০রও বেশি মানুষকে ফাঁসি দিতে যাচ্ছিল তারা। কিন্তু অবশেষে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। ধন্যবাদ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File