Vidyasagar Bridge | রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন পথে চলছে গাড়ি?

Sunday, January 18 2026, 6:37 am
Vidyasagar Bridge | রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন পথে চলছে গাড়ি?
highlightKey Highlights

কলকাতা পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।


কলকাতা পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিকল্প কোন পথে চলছে গাড়ি? এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতু অভিমুখে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। টার্ফ ভিউ থেকে গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে। হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে গিয়ে কেপি রোড ধরেও গাড়ি চলাচল করছে। বাকি গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File