দেশ

Puri Temple | ছেঁড়া জিন্স-ইচ্ছামতো পোশাক পরে প্রবেশ করা যাবে না পুরীর মন্দিরে! শীঘ্রই চালু হবে পোশাকবিধি!

Puri Temple | ছেঁড়া জিন্স-ইচ্ছামতো পোশাক পরে প্রবেশ করা যাবে না পুরীর মন্দিরে! শীঘ্রই চালু হবে পোশাকবিধি!
Key Highlights

ছেঁড়া জিন্স, হাতকাটা জামা, ইচ্ছামতো পোশাক পরে প্রবেশ করা যাবে না পুরী মন্দিরে। মন্দির দর্শনে ইচ্ছামতো পোশাক পরে ধর্মাবেগে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। শীঘ্রই চালু হবে পোশাকবিধি।

পুরী মন্দিরে (Puri Temple) পোশাক নিয়ে নয়া নিয়ম! মন্দিরে ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জগন্নাথ পুরী মন্দির (Puri Temple) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পুরী মন্দির- এ অনেকেই মন্দির-উপযোগী পোশাক পরছেন না। ফলে তাই নতুন পোশাকবিধি আনতে চলেছে মন্দির কর্তৃপক্ষ।

সূত্রের খবর, সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় পুরী মন্দির (Puri Temple) কর্তৃপক্ষ থেকে। এই বিষয়ে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান রঞ্জন কুমার দাস বলেন, মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা সকলের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন। তিনি আরও যোগ করেন, অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়। সেজন্যই জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে।

জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কী ধরনের পোশাক পরতে হবে?

সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। কেবল ১২ বছরের নীচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে।

মন্দিরে কেবল পোশাকবিধি চালু করা নয়, সেটি কার্যকর করার জন্যও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এসজেটিএ (SJTA) প্রধান। তিনি জানান, নজরদারির জন্য জগন্নাথ মন্দিরের ‘সিংহদুয়ারে’ নিরাপত্তারক্ষী এবং অভ্যন্তরে ‘প্রতিহারী’-তে সেবায়েত থাকবে। আজ, মঙ্গলবার থেকেই এই বিষয়ে প্রচার শুরু হয়ে যাবে বলেও জানা গিয়েছে।

কবে পুরী মন্দিরে পোশাকবিধি চালু হবে?

এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,  আগামী বছর ১লা জানুয়ারি থেকেই দর্শনার্থীদের পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। কড়া ভাবে সেই নিয়ম যাতে পালন করা হয়, তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। মন্দিরে ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা অথবা হাফ প্যান্ট বরদাস্ত করা হবে না। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন পোশাকও পরা নিষিদ্ধ হবে পুরীর মন্দিরে।

প্রসঙ্গত, দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে বহু মানুষ পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। সমুদ্র সৈকত পরিদর্শনের সঙ্গে স্বাভাবিকভাবেই অনেকেই জিন্স-টপের মতো পাশ্চাত্য পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের। যদিও মন্দিরে পোশাকবিধি জারি এটাই প্রথম নয়। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দিরে পোশাকবিধি জারি রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় রাধারানি মন্দিরে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরেও পোশাকবিধি জারি করা হয়।


RCB vs GT | শুরু হচ্ছে বিরাট-সিরাজ মহাদ্বৈরথ! একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo