Durgapur Govt Hospital | উধাও সদ্যোজাত! প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ

Wednesday, July 20 2022, 12:10 pm
highlightKey Highlights

দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে উধাও এক সদ্যোজাত। নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷


এ এক গুরুতর অভিযোগ - সরকারি হাসপাতাল থেকে উধাও সদ্যজাত শিশু!এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ 

সদ্যজাতর মা ভাদু সিং নামে এক মহিলা, তার দাবি, প্রসবের সময় এক মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন৷ সেই মহিলাই তাঁর সন্তান চুরি করেছেন বলে৷ চুরির খবর চাউর হতেই নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে খোদ সরকারি হাসপাতালে হাজারও নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে রয়েছেন প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাঁদের পরিজনরা।

আরও পড়ুন: Monkey Pox Hotspot: দক্ষিণী রাজ্যে মিলল দেশের দ্বিতীয় আক্রান্তের হদিশ!

Trending Updates
Durgapur Govt. hospital
Durgapur Govt. hospital

ছেলে হয়েছিল৷ এরপর লেবার রুম থেকে বেডে দেয়৷ একজন চা এনে দেয় এবং আমাকে বলে এটা খেয়ে নাও৷ এরপর তোমার স্বামী বাইরে থেকে খাবার এনে দিলে, সেটা তুমি খেতে পারবে৷ দুপুর একটা নাগাদ আমি বাথরুমে যাই৷ এরপর এসে দেখি আমার শিশুটি বেডে নেই৷ ওই মহিলাই আমার শিশুটি চুরি করেছে৷

সদ্যজাতটির মা ভাদু সিংয়ের দাবি

পুলিশ তদন্ত শুরু করেছে৷ পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল, এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছে। তবে খোদ সরকারি হাসপাতালের এত নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত শিশু চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File