Monkey Pox Hotspot: দক্ষিণী রাজ্যে মিলল দেশের দ্বিতীয় আক্রান্তের হদিশ!
এবার নজরে কেরালা! করোনার বাড়বাড়ন্তের মাঝেই থাবা চওড়া করছে নয়া ভাইরাস মাঙ্কিপক্স (Monkeypox)।
মারণ করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ-এর মধ্যেই দেশজুড়ে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক আরও বাড়ল। এবার কেরালায় সন্ধান মিলল দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের। সৌদি আরব ফেরত আরও এক ব্যক্তির শরীরে মিলেছে নয়া ভাইরাস সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ (Health minister Veena George ) এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
দেশের দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্ত কান্নুরের বাসিন্দা ৩১ বছরের ওই তরুণ গত ১৩ই জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরেন। কেরালার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত বর্তমানে কান্নুরের সরকারি হাসপাতালে (Kannur Government Medical College Hospital) ভর্তি আছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর সংস্পর্শে আসা মানুষদের উপরেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
প্রথম সংক্রমণ মেলার পরই কেরালা-সহ মোট ১৪ জেলায় সতর্কতা জারি করা হয়। তার পরেও দ্বিতীয় মাঙ্কিপক্স কেস সামনে আসায় আতঙ্ক দক্ষিণের এই রাজ্য জুড়ে। উল্লেখ্য,১৪ই জুলাই কেরালায় ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মেলে। জানা গিয়েছে, কেরালার এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর দেহে পাওয়া গিয়েছিল মাঙ্কিপক্সের উপসর্গ। এরপরেই নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-তে পরীক্ষার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে এ বার ছুটি নেই উত্তরপ্রদেশে! অন্যান্য দিনের মতোই স্কুল, কলেজ, অফিস খোলা থাকবে
সূত্রের খবর, পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কোভিডের 'পেশেন্ট জিরো'-ও কেরালার বাসিন্দা ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তি বিদেশ থেকে ফিরেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।
Trivandrum বিমানবন্দর থেকে WHO-এর দেওয়া যাবতীয় নির্দেশিকা মেনেই নিয়ে আসা হয়। সেক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেকই কম।
- Related topics -
- দেশ
- স্বাস্থ্য
- মাঙ্কিপক্স
- কেরল
- লাইফস্টাইল
- চিকিৎসা